Mamata Banerjee

Mamata vs Yogi: ছবি চুরির কী দরকার? বললে ছবি তুলে পাঠিয়ে দিতাম, যোগীকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতার

তৃণমূল শিবিরের পক্ষ থেকে আক্রমণ করা হয় বিজেপি ও মুখ্যমন্ত্রী যোগীকে। দলের পক্ষ থেকে এতকিছু বলা হলেও চুপই ছিলেন মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫১
Share:

যোগীকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফাইল চিত্র।

নাম না করে যোগীকে কটাক্ষ করলেন মমতা। উত্তরপ্রদেশ সরকারের বিজ্ঞাপনে মা উড়ালপুলের ছবি ব্যবহারের প্রসঙ্গে বৃহস্পতিবার ঠাট্টার সুরেই বলেন কাউকে কাউকে তাঁর করা উন্নয়নকে নিজের বলে চালাতে হচ্ছে। এমন ‘চিটিং’ না করে বললেই হত। তিনি নিজেই ছবি পাঠিয়ে দিতেন।

Advertisement

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারে ৭২ নম্বর ওয়ার্ডে উত্তম উদ্যানে হিন্দিভাষী ভোটারদের সঙ্গে মিলিত হন তৃণমূল প্রার্থী। গত রবিবার উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি দিয়ে একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়। সেই বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রীর ছবির সঙ্গে কলকাতার মা উড়ালপুলের ছবি দিয়ে দাবি করা হয়, যোগীর নেতৃত্বে এগিয়েছে উত্তরপ্রদেশ। এমন বিজ্ঞাপন প্রকাশের পরেই দেশ জুড়ে নিন্দার ঝ়ড় ওঠে। সমালোচনার মুখে পড়েন মুখ্যমন্ত্রী যোগী।

তৃণমূল শিবিরের পক্ষ থেকে আক্রমণ করা হয় বিজেপি ও মুখ্যমন্ত্রী যোগীকে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, সকলেই কটাক্ষের সুরে বলেছিলেন, ‘‘উত্তরপ্রদেশে কোনও উন্নয়ন নেই। তাই যোগীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে নিজের বলে চালাতে হচ্ছে।’’ দলের পক্ষ থেকে এতকিছু বলা হলেও চুপই ছিলেন মমতা। কিন্তু নাম না করে বৃহস্পতিবার প্রথমবারের জন্য যোগীকে কটাক্ষ করেন তিনি।

Advertisement

কিন্তু, বৃহস্পতিবারের সভায় মমতা বলেন, ‘‘এখানে তো আমার উন্নয়নের কাজকে কোথাও কোথাও নিজের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আসলে উন্নয়নের নামে তো এতদিন কিছু করেনি ওরা। তাই তো আমার করা বিষয়গুলি চুরি করেই কাউকে কাউকে নিজের বলে চালাতে হচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘কারও জিনিস এভাবে নেওয়াটা ঠিক নয়। এই ধরনের চিটিং করা কখনওই উচিত নয়। আমাকে বললেই হয়, আমি নিজেই ছবি তুলে পাঠিয়ে দিতাম।’’

বৃহস্পতিবারের সভায় একটি বারের জন্যও বিজেপি বা তাদের দলের কোনও নেতার নাম করেননি মমতা। যোগী বা উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধেও কোনও অভিযোগ করেননি তিনি। কিন্তু মুখ্যমন্ত্রী বক্তৃতার সময় উপস্থিত সকলেই বুঝে যান, কার উদ্দেশে এমন কথা বলছেন। তবে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘আমাকে বাধা দেওয়া হলে আমি আরও এগবো। প্রয়োজনে গুজরাতে গিয়ে রাজনীতি করব। ২১ জুলাই সেখানে আমরা বক্তৃতা চলতে দেওয়া হয়নি। এভাবে আমাদের আটকানো যাবে না।’’ভবানীপুরের হিন্দিভাষী ভোটারদের উদ্দেশে তাই তাঁর হাত শক্ত করতে ৩০ সেপ্টেম্বর বুথে গিয়ে ভোট দেওয়ার আবেদন জানান তৃণমূল প্রার্থী মমতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন