রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। —ফাইল চিত্র।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি আনুষ্ঠানিক ভাবে শুরু করে দিচ্ছে রাজ্য সরকার। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই আগামী শনিবার নবান্নে জেলাশাসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে বসছেন মুখ্যসচিব মনোজ পন্থ। সূত্রের খবর, ওই বৈঠকে মূলত নির্বাচনের পরিকাঠামো, ইভিএম প্রস্তুতি, প্রযুক্তিগত সহায়তা, লজিস্টিক এবং নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ভোটের আগে ইভিএম পরীক্ষা থেকে শুরু করে সংরক্ষণ, পরিবহণ, নিরাপত্তাবাহিনীর উপস্থিতি— সব ক্ষেত্রেই প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্যসচিব।
এই গুরুত্বপূর্ণ বৈঠকের আগে রাজ্যে নতুন করে রাজনৈতিক তরঙ্গ তুলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি। বৃহস্পতিবার তিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এসআইআর প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কোনও রকম পরিকল্পনা ছাড়াই এসআইআর কার্যক্রম চালানো হচ্ছে, যা প্রশাসনিক ভাবে যেমন অসুবিধা তৈরি করছে, তেমনই বিপজ্জনকও। তিনি চিঠিতে সাম্প্রতিক সময়ে দুই বুথ লেভেল অফিসারের (বিএলও) মৃত্যু এবং একাধিক অসুস্থতার ঘটনার উল্লেখ করে জানান, এসআইআরের অতিরিক্ত চাপই এই ঘটনার পিছনে রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করে পুনর্মূল্যায়নের দাবি তুলেছেন মমতা।
ঠিক এই আবহেই মুখ্যসচিবের জেলাশাসক বৈঠক নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন— এসআইআর বিতর্কের মাঝে প্রশাসন কি নির্বাচন প্রস্তুতিকে দ্রুততর করার পথে হাঁটছে, না কি বিরোধী চাপের মোকাবিলায় নিজেদের অবস্থান শক্ত করছে? যদিও সরকারি সূত্রের দাবি, নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি নিয়মমাফিক এবং কমিশনের সঙ্গে সমন্বয় রেখেই এগোচ্ছে। তবে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক চিঠি যে এই বৈঠকের গুরুত্ব আরও বাড়িয়ে দিল, তা মানছেন সকলে।