পার্থের কড়া ফোনে ‘ফেস্ট’ নিয়ে তৎপরতা

কলেজের টিচার ইনচার্জ দেবাশিস মণ্ডল শুক্রবার বলেন, ‘‘শিক্ষামন্ত্রী কলেজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বলেছেন। কাল বৈঠক করে দ্রুত সিদ্ধান্ত নেব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৮ ০২:২৯
Share:

চাঁদা তোলার ব্যস্ততা।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘কড়া ফোন’ পেয়েই ‘ফেস্ট দুর্নীতি’ নিয়ে তড়িঘড়ি ফের বৈঠকে বসার সিদ্ধান্ত নিলেন সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ কর্তৃপক্ষ। আজ, শনিবার বৈঠক সেরে কলেজ শিক্ষা দফতরকে চূড়ান্ত রিপোর্ট দিতে চলেছে বলে সূত্রের খবর। কলেজের টিচার ইনচার্জ দেবাশিস মণ্ডল শুক্রবার বলেন, ‘‘শিক্ষামন্ত্রী কলেজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বলেছেন। কাল বৈঠক করে দ্রুত সিদ্ধান্ত নেব।’’

Advertisement

২৭ নভেম্বর থেকে সেন্ট পলস কলেজে শুরু হতে চলেছে ‘ফেস্ট’। এ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। টিচার ইনচার্জকে চিঠি দিয়ে ছাত্র-ছাত্রীর কাছ থেকে ৩০০ টাকা করে তোলার অভিযোগ করেছেন এক ছাত্রী। এমনকি, অনলাইন ব্যাঙ্কিং ব্যবস্থার মাধ্যমে পড়ুয়াদের থেকে টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে কলেজের তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ ‘ফেস্ট দুর্নীতি’ নিয়ে বৈঠকে বসেছিলেন। তখন বিক্ষোভ দেখাতে কলেজের গেটে জড়ো হন একদল পড়ুয়া। অভিযোগ, জনা সত্তরের দলটি কলেজ থেকে বেরিয়ে তাঁদের উপরে হামলা চালায়। দলে টাকা তোলায় অভিযুক্তদের সঙ্গে বহিরাগতেরাও ছিলেন বলে অভিযোগ। দু’পক্ষই আমহার্স্ট স্ট্রিট থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। পুলিশ এ দিন রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সৌরভ হালদার বলেন, ‘‘নিশ্চয় আমাদের কোনও দোষ নেই। না হলে পুলিশ ধরত।’’ আর দেবাশিসবাবু বলেন, ‘‘আমাদের ছবি, ভিডিয়ো পাঠান, দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেব।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন