ফাইল চিত্র।
বিধানসভার পরে এ বার বহরমপুর পুরসভাও হাতছাড়া হল কংগ্রেসের। বুধবার পুরসভার ভোটের ফল প্রকাশের পরে বহরমপুরের সাংসদ কংগ্রেসের অধীর চৌধুরী বলেন, “এখন আমাদের কোনও গড় নেই। দিদিকে বলছি, এটা আপনার গড়।”
পুরভোটে পরাজিত হলেন ৯ মাস আগে বহরমপুর বিধানসভা নির্বাচনে জয়ী বিজেপির সুব্রত মৈত্রও। ২৫ নম্বর ওয়ার্ডে তিনি পেলেন মাত্র ৪৩৪টি ভোট। ওই ওয়ার্ডে ১০০৪টি ভোট পেয়ে জিতেছেন তৃণমূলের গৌতমকুমার সাহা। বহরমপুর পুরসভার ২৭টি ওয়ার্ডে বিধানসভা ভোটে এগিয়ে ছিল বিজেপি। সেখানে এ বার অধিকাংশ আসনেই তারা নেমে গিয়েছে তৃতীয় স্থানে। মুর্শিদাবাদে তারা সব পুরসভার ভোট মিলিয়ে পেয়েছে মাত্র ১০টি আসন। বিজেপির দক্ষিণ মুর্শিদাবাদের জেলা সভাপতি শাখারভ সরকার বলছেন, ‘‘ভোট হয়নি, লুট হয়েছে। তাই এমন ফল।’’
কংগ্রেস অবশ্য ৬টি আসন ধরে রাখতে পেরেছে। বহরমপুরে ২৮টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস লড়াই করেছিল ২৩টি আসনে। অধীর বলেন, “নির্বাচনের দিন সকালে যে দু’-তিন ঘণ্টা মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন, তাঁদের ভোটেই আমরা ছ’টা আসন পেয়েছি। সারা দিন সেই সুযোগ পেলে তৃণমূল কোথায় থাকত, দিদি ভাল করে জানেন।” জয়ী ছয় প্রার্থীর উদ্দেশে তিনি বলেন, “তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে যাঁরা যেখানে জিতেছেন, তাঁরা বিনা অক্সিজেনে এভারেস্ট জয় করেছেন।”
১৪৬ বছরের পুরনো বহরমপুর পুরসভা। যার অধিকাংশ সময় নির্বাচনে জিতে পুরসভা শাসন করেছে কংগ্রেস। রাজ্যে পালা বদলের পর ২০১৩ সালের পুর নির্বাচনেও কংগ্রেস পেয়েছিল ২৬টি আসন আর তৃণমূল পায় দু’টি। এ বার প্রথম বারের মতো তৃণমূল নির্বাচনে জিতে বহরমপুর পুরসভায় ক্ষমতায় এল। তৃণমূলের মুর্শিদাবাদ ইউনিটের জেলা সভাপতি শাওনী সিংহরায় বলেন, “ভোটারদের নিয়ে ছিনিমিনি খেলে বিজেপি ও কংগ্রেস। আর তা মেনে নিতে পারেননি শহরবাসী। তাই তৃণমূল জিতেছে, ওরা ধরাশায়ী হয়েছে।”
জোড়াফুলের সঙ্গে জেলায় কংগ্রেসের ভাল লড়াই হয়েছে ধুলিয়ান পুরসভাতেও। ধুলিয়ানে ২১টি আসনের মধ্যে তৃণমূল ১১টি এবং কংগ্রেস ৭টি আসন পেয়েছে। বাকি ৩টি পেয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত নির্দলেরা। এর মধ্যে ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলকে জয়ী ঘোষণা করা হলেও ওই ওয়ার্ডে ফের ভোট চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হবেন বলে স্থানীয় কংগ্রেস নেতারা জানান। তাঁদের দাবি, ওই ওয়ার্ডে ৫ ঘণ্টা ভোট চলার পরে ৪টি ইভিএম ভেঙে দেওয়া হয়। ফের ইভিএম এনে নতুন করে ভোট শুরু হওয়ার পরে তাঁরা অস্বাভাবিক রকম কম ভোট পেয়েছেন।