Protest against Smart Meter

স্থগিত নয়, স্মার্ট মিটার বাতিল চেয়ে বিক্ষোভ

কিছু জায়গায় গ্রাহকদের আপত্তির জন্য স্মার্ট মিটার বসানো স্থগিত রাখার কথা ঘোষণা করেছে রাজ্যের বিদ্যুৎ দফতর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ০৬:৩০
Share:

স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে কংগ্রেসের বিক্ষোভ। বিদ্যুৎ ভবনের সামনে।

বিদ্যুতের স্মার্ট মিটার পুরোপুরি বাতিলের দাবি তুলে ফের পথে নামল কংগ্রেস ও বামেরা। বিধাননগরে বিদ্যুৎ ভবনের সামনে মঙ্গলবার বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। প্রতিবাদ হয়েছে শিলিগুড়ি-সহ রাজ্যের অন্যত্রও। বিধাননগরের বিক্ষোভে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের (শহর) সভাপতি তাপস মজুমদার-সহ অন্যেরা। কিছু জায়গায় গ্রাহকদের আপত্তির জন্য স্মার্ট মিটার বসানো স্থগিত রাখার কথা ঘোষণা করেছে রাজ্যের বিদ্যুৎ দফতর। সেই প্রসঙ্গ তুলে শুভঙ্কর বলেছেন, ‘‘প্রকল্প বাতিল করা হল নাকি ক্ষোভ সামাল দিতে এবং উপনির্বাচন ও তার পরে বিধানসভা ভোটের কথা ভেবে সাময়িক স্থগিত রাখা হল, সেটা স্পষ্ট করে বলতে হবে সরকারকে। প্রধান বিরোধী দল বিজেপি এই নিয়ে একটা মিছিলও করেনি। কারণ, তারা জানে, স্মার্ট মিটার প্রকল্পে লাভবান হবেন তাদের পছন্দের ব্যবসায়ীরা!’’ বারাসতে এ দিনই স্মার্ট মিটারের প্রতিবাদে সিপিএমের প্রতিবাদ মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। প্রতিবাদে ছিলেন সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক পলাশ দাস। গোড়া থেকেই তাঁদের প্রতিবাদের কথা মনে করিয়ে সিপিএমের নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ‘‘দলমত নির্বিশেষে একজোট হয়েই রুখে দাঁড়াতে হবে।’’ যেখানে স্মার্ট মিটার লাগানো হয়ে গিয়েছে, তা খুলে ৪৫ দিনের মধ্যে পুরনো মিটার ফের বসানোর দাবি তুলেছে সিপিআই (এম-এল) লিবারেশন। দলের নেতা পার্থ ঘোষের বক্তব্য, ‘‘সরকারি বিজ্ঞপ্তিটি বিদ্যুৎ দফতরের লেটারহেড বা সিল ছাড়াই সাধারণ কাগজে প্রকাশিত হয়েছে। নাগরিকদের মধ্যে সন্দেহ ও প্রশ্ন দেখা দিয়েছে, সরকার কি আদৌ প্রকল্প বাতিলের পথে এগোচ্ছে, নাকি শুধু জনবিক্ষোভ সাময়িক ভাবে ঠেকাতে এই ঘোষণা আবরণ মাত্র?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন