Congress

স্বাধীনতা ৭৫-এ নানা ধারা মেলাল কংগ্রেস

প্রদেশ কংগ্রেসের মুখপত্রের শারদ সংখ্যার আনুষ্ঠানিক উন্মোচন। বিধান ভবনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৪:১৩
Share:

বিধান ভবনে কংগ্রেসের মুখপত্রের শারদ সংখ্যার আনুষ্ঠানিক উন্মোচন।

দলের নেতাদের পাশাপাশি বামপন্থী অর্থনীতিবিদ, শিক্ষাবিদ এবং বিভিন্ন প্রসিদ্ধ লেখক ও কবিদের এক মলাটের মধ্যে আনল প্রদেশ কংগ্রেসের মুখপত্রের শারদ সংখ্যা। স্বাধীনতার ৭৫ বছর পূর্তির উপরে প্রাধান্য দিয়েছে কংগ্রেস। অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, কুমুদ ভট্টাচার্যদের পাশাপাশি সেখানে লিখেছেন রতন খাসনবিশ, পবিত্র সরকার, সঞ্জীব চট্টোপাধ্যায়, কৃষ্ণা বসু, নলিনী বেরা প্রমুখ। এ বারের শারক সংকলন শুরু হয়েছে প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির কবিতা দিয়ে।

Advertisement

বিধান ভবনে বুধবার ওই শারদ সংখ্যার আনুষ্ঠানিক উন্মোচনে উপস্থিত ছিলেন সাংসদ প্রদীপবাবু, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুজিত কুমার বসু, সৈয়দ কওসর জামালেরা। লোকসভায় বিরোধী দলের নেতা অধীরবাবু কলম ধরেছেন দেশের ও রাজ্যের শাসক দলের ‘সংগঠিত লুটে’র কথা বলতে। প্রদীপবাবু লিখেছেন, স্বাধীন প্রতিষ্ঠানগুলির উপরে বিজেপি সরকারের হস্তক্ষেপ কী ভাবে বিপন্ন করে দিয়েছে গণতন্ত্রকে। একই দিনে হেমন্ত বসু ভবনে ফরওয়ার্ড ব্লকের শারদ সংখ্যা প্রকাশ করেছেন দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, গোবিন্দ রায়, হরিপদ বিশ্বাসেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন