Insurance Fraud case

বিমার এক কোটি টাকা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ৮৭ লাখ টাকা আত্মসাৎ! ভিন্‌জেলার যুবক কোচবিহার পুলিশের হাতে

বিমার এক কোটি টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগে উত্তর ২৪ পরগনার এক বাসিন্দাকে গ্রেফতার করল কোচবিহারের পুলিশ। ধৃতের নাম সঞ্জয়কুমার ধর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৯
Share:

—প্রতীকী চিত্র।

বিমার এক কোটি টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগে উত্তর ২৪ পরগনার এক বাসিন্দাকে গ্রেফতার করল কোচবিহারের পুলিশ। ধৃতের নাম সঞ্জয়কুমার ধর।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সঞ্জয় উত্তর ২৪ পরগনার মোহনপুর থানা এলাকার অন্তর্গত দেবপুকুরের বাসিন্দা। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করেছে সাইবার থানা। অভিযোগ, ২০২৪ সালের অক্টোবর মাসে সঞ্জয় দিনহাটার বাসিন্দা মণিকুমার রায়ের কাছ থেকে বিভিন্ন দফায় ৮৭ লক্ষ টাকা হাতিয়েছেন বিমার ১ কোটি ২৯ লক্ষ টাকা পাইয়ে দেওয়ার নাম করে। এ ছাড়াও ২০২২ সালে আর একটি ঘটনায় পরিতোষচন্দ্র পাল নামে এক ব্যক্তিকে বিমার ৬ লাখ টাকা পাইয়ে দেওয়ার নাম করে ৩ লাখ ৫২ হাজার টাকা আত্মসাৎ করেছেন সঞ্জয়। এই দুই ব্যক্তিই থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে তদন্তে নেমেই সঞ্জয়কে গ্রেফতার করেছে পুলিশ।

কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সোমবার জানান, সঞ্জয়ের বেশ কয়েকটি অ্যাকাউন্টে তিন কোটি টাকা রয়েছে। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। পুলিশ সুপার বলেন, ‘‘বিমা কোম্পানির নাম করে এই দুই ব্যক্তির কাছ থেকে সঞ্জয় ধর বিপুল পরিমাণে টাকা তছরুপ করেছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement