করোনা আক্রান্তকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। ছবি: পিটিআই
পৌনে দু’ঘণ্টার মধ্যে রাজ্যের করোনা সংক্রান্ত পরিসংখ্যানটা বদলে গেল। রাজ্যে কত জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারাই বা গিয়েছেন ক’জন— সে সংক্রান্ত একটি পরিসংখ্যান বৃহস্পতিবার বিকেলে দিয়েছিল বিশেষজ্ঞ কমিটির সদস্যেরা। করোনা মোকাবিলায় রাজ্যের গঠিত ওই বিশেষজ্ঞ কমিটির সদস্যেরা এ দিন বিকেল সাড়ে চারটে নাগাদ নবান্নে সাংবাদিক বৈঠকে যে দাবি করেন, সেটাই পাল্টে গেল সন্ধ্যা ৬টা ১০ নাগাদ দেওয়া রাজ্যের মুখ্যসচিবের পরিসংখ্যানে। মুখ্যসচিব রাজীব সিংহের দেওয়া ওই পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪। করোনায় মারা গিয়েছেন ৩ জন।
যদিও এ দিন বিকেলে বিশেষজ্ঞ কমিটির সদস্যেরা দাবি করেছিলেন, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫৩। তাঁরা জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন আক্রান্ত হয়েছেন। এবং এখনও পর্যন্ত করোনা-আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৭ জন।
কিন্তু মুখ্যসচিবের দেওয়া পরিসংখ্যান বলছে, রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩ জন। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে সব মিলিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন ৫৩ জন। তার মধ্যে ৩ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। বাকি ৫০ জনের মধ্যে ৯ জনের পরবর্তী রিপোর্ট নেগেটিভ এসেছে। সে ক্ষেত্রে রইলেন ৪১ জন। ইতিমধ্যেই মারা গিয়েছেন তিন জন। বাকি যে ৩৮ জন রয়ে গেলেন তাঁদের মধ্যে ৪ জনকে করোনা আক্রান্ত হিসেবে ধরা হলেও সেই কারণেই যে তাঁদের মৃত্যু হয়েছে এমনটা এখনও নিশ্চিত নয়। মুখ্যসচিব তাই তালিকা থেকে ওই ৪ জনকেও বাদ রেখেছেন। ফলে থেকে যাচ্ছেন ৩৪ জন। মুখ্যসচিবের পরিসংখ্যান অনুযায়ী ওই ৩৪ জনই এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত।
মুখ্য সচিবের দাবি, চার ব্যক্তি অন্য অসুস্থতা নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। কিডনি বা নিউমোনিয়ার মতো অসুস্থতা নিয়ে ভর্তি হওয়া ওই চার জন পরে মারা যান। মৃত্যুর পরে তাঁদের চার জনেরই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। মুখ্যসচিবের কথায়, ‘‘ওই চার জনের মৃত্যু করোনার কারণে হয়েছে কি না তা এখনও আমাদের কাছে স্পষ্ট নয়।’’
মুখ্যসচিব এ দিন যা বলেছেন, সেই কথাই বুধবার সাংবাদিক বৈঠকে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, রাজ্যে সব মৃত্যু করোনায় নয়। মুখ্যমন্ত্রী ওই দিন বলেন, ‘‘তিন জনের মৃত্যুর নিশ্চয়তা মিলেছে। বাকিগুলোর নিশ্চয়তা মেলেনি।’’ এ দিন মুখ্যসচিবও একই কথা জানিয়েছেন।
আরও পড়ুন: নিজামউদ্দিন থেকে ফিরেই পর পর ধর্মসভা, সংস্পর্শে কত জন? হিসেব নেই এখনও
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)