State News

করোনা-আক্রান্ত তরুণের চিকিৎসক বাবাকে শোকজ করল আইএমএ

চিকিৎসক হয়েও ছেলেকে দ্রুত হাসপাতালে না পাঠিয়ে দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেছেন করোনাভাইরাসে আক্রান্ত তরুণের বাবা। এমনটাই মনে করছে আইএমএ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ মার্চ ২০২০ ২১:৫২
Share:

—ফাইল চিত্র।

শহরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত তরুণের বাবা পেশায় চিকিৎসক। তাঁর বিরুদ্ধেই এ বার কড় পদক্ষেপ করতে চলেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)।

Advertisement

চিকিৎসক হয়েও তিনি ছেলেকে দ্রুত হাসপাতালে না পাঠিয়ে দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেছেন বলে মনে করছে আইএমএ। শুধু তাই নয়, সংক্রমিত ছেলের সংস্পর্শে আসার পরেও তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, এমনকি রোগীও দেখেছেন বলে অভিযোগ উঠেছে। এই বিষয়টিও ভাল ভাবে নিচ্ছে না আইএমএ, এমনটাই জানিয়েছে চিকিৎসকদের ওই সংগঠন। ওই চিকিৎসকের সদস্যপদ বাতিল করা হবে বলে জানিয়েছেন আইএমএ-র সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। শুক্রবার তিনি বলেন, “ওই চিকিৎসককে শোকজ করা হয়েছে। তাঁর সদস্যপদ বাতিলের প্রক্রিয়াও শুরু হয়েছে।”

রাজ্যের প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ওই তরুণ ইংল্যান্ড থেকে ফিরে নিজের বাড়িতে কিছু দিন ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন জায়গাতেও ঘুরে বেরানোর অভিযোগ উঠেছে। ওই তরুণের মা রাজ্য সরকারের উচ্চপদস্থ আমলা। বাবা-মা দু’জনেই এখন রাজারহাটের কোয়রান্টিনে রয়েছেন। যদিও তাঁদের লালারসের পরীক্ষায় কোভিড-১৯ ভাইরাসের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

Advertisement

আরও পড়ুন: মুম্বইয়ে সমস্ত অফিস বন্ধের নির্দেশ, দিল্লিতে বাজার বন্ধ তিন দিন

আরও পড়ুন: সর্দি, কাশি হলেই উদ্বিগ্ন হবেন না, কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন