COVID-19

Covid-19: আবারও বাড়ল রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা, শীর্ষে উত্তর ২৪ পরগনা, কলকাতা, দার্জিলিং

রাজ্যের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ২৫ হাজার ৬৯৯ জন। বাংলায় মোট সংক্রমণের হার ৯.৪৭ শতাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ অগস্ট ২০২১ ১৮:৫৮
Share:

রাজ্যের করোনা পরিসংখ্যান গ্রাফিক: শৌভিক দেবনাথ

রাজ্যে পর পর দু’দিন বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০০ জন। সংক্রমণের শীর্ষে রয়েছে সেই উত্তর ২৪ পরগনা। এই জেলায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। কলকাতায় ৭৮ ও দার্জিলিংয়ে ৭১ জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনা (৬৩), হাওড়া (৫৭) ও পূর্ব মেদিনীপুরে (৫৩) আক্রান্তের সংখ্যা ৫০-এর বেশি।

Advertisement

১১ অগস্ট, বুধবার, রাজ্যের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ২৫ হাজার ৬৯৯ জন। বাংলায় মোট সংক্রমণের হার ৯.৪৭ শতাংশ। দৈনিক সংক্রমণের হার অবশ্য মাত্র ১.৩৬ শতাংশ। দৈনিক সংক্রমণের হার কমলেও মোট সংক্রমণের হার এখনও দেশের অনেক রাজ্যের থেকেই বেশি রয়েছে বাংলায়।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ছ’জনের। তার মধ্যে নদিয়াতেই মারা গিয়েছেন তিন জন। তবে কিছুটা ভাল খবর কলকাতাবাসীর জন্য। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোভিডে এক জনেরও মৃত্যু হয়নি। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মোট ১৮ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

দেশের অনেক রাজ্যে যেখানে নমুনা পরীক্ষার সংখ্যা লাখের বেশি সেখানে অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৭ হাজার ১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট ১ কোটি ৬২ লক্ষ ৯ হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এক দিনে রাজ্যে টিকা পেয়েছেন ৩ লক্ষ ৪৫ হাজার ১৫০ জন। এখনও পর্যন্ত রাজ্যের মোট ৩ কোটি ২৭ লক্ষ ৪৩ হাজার ৫৯৭ জন কোভিড টিকা পেয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন