Coronavirus

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৫২১, এক দিনে মারা গেলেন ১৩ জন

নতুন করে যে ১৩ জন মারা গিয়েছেন, তার মধ্যে কলকাতার বাসিন্দা রয়েছেন ৫ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০২০ ১৯:১৯
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

এক দিনে করোনা আক্রান্তের সংখ্যা ফের পাঁচশো ছাড়াল রাজ্যে। শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য দফতরে বুলেটিন থেকে জানা গিয়েছিল, সে দিন ৫৪২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এ দিন সেই সংখ্যাটা কিছুটা কমে ৫২১ হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৩ জন। সুস্থ হয়েছেন ২৫৪ জন। সুস্থতার হার ৬৪.৫৬ শতাংশ।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৭১১। তার মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৮৯ জন। মারা গিয়েছেন ৬২৯ জন। সুস্থ্যতার হার যেমন বাড়ছে, তেমনই টেস্টের সংখ্যাও প্রতি দিনই বাড়ছে। গড়ে ৯ হাজারের উপরে দৈনিক কোভিড-১৯ টেস্ট করা হচ্ছে রাজ্যে। এখনও পর্যন্ত ৪ লক্ষ ৫৮ হাজার ৩৪৩টি টেস্ট হয়েছে।

নতুন করে যে ১৩ জন মারা গিয়েছেন, তার মধ্যে কলকাতার বাসিন্দা রয়েছেন ৫ জন। উত্তর ২৪ পরগনায় ৪, হাওড়ায় ২, হুগলি এবং মালদহ জেলায় ১ জন করে মারা গিয়েছেন। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। হাওড়ার আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৮১। তবে এর মধ্যে অধিকাংশ মানুষই সুস্থ হয়ে উঠছেন।

Advertisement

আরও পড়ুন: কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১০০, উদ্বেগজনক নয় বলে জানাল পুরসভা​

আরও পড়ুন: রোম উপড়ে, মাংস খুবলে অত্যাচার থানায়, মৃত্যু বাবা-ছেলের​

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন