Coronavirus

করোনা ত্রাণে আর্থিক ও অন্যান্য সাহায্য চেয়ে আর্জি মমতার

সাহায্যের জন্য একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিলেন মুখ্যমন্ত্রী। প্রবাসী বাঙালিদের কাছে আলাদা ভাবে সাহায্যের আর্জি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ মার্চ ২০২০ ১৬:০৮
Share:

নবান্নে মুখ্যমন্ত্রী। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

করোনা মোকাবিলায় বাংলার জন্য আগেই ২০০ কোটির আপৎকালীন ত্রাণ তহবিল গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই তহবিল যথেষ্ট নয় বলে বুধবার জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি ওই তহবিলে সাহায্যের জন্য এ বার সাধারণের কাছে আবেদন জানালেন তিনি। জিনিসপত্রের পাশাপাশি আর্থিক সাহায্যের জন্যও আহ্বান জানালেন সকলের কাছে।

Advertisement

এ দিন মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্যের জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ঘোষণা করেছেন। পাশাপাশি, রাজ্যের আমলা সঞ্জয় বনশলের মোবাইল নম্বর দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেছেন জিনিসপত্র দিয়ে সাহায্যের জন্য।

করোনা পরিস্থিতি নিয়ে এ দিন দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, রাজ্য ইতিমধ্যেই আপৎকালীন ত্রাণ তহবিলে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়াও, ৪ লক্ষ বিশেষ পোশাক, ২ লক্ষ সার্জিক্যাল মাস্ক, ২০ হাজার আইআর থার্মোমিটার, ৩০০ ভেন্টিলেটর এবং ৩টি ইসিএও মেশিনের কেনার অর্ডার দেওয়া হয়েছে।

Advertisement

রাজ্যের বিজ্ঞপ্তি।

আরও পড়ুন: জরুরি পরিষেবা, হোম ডেলিভারি আটকানো যাবে না: মমতা​

কিন্তু পরিস্থিতি বিবেচনা করে এই তহবিল যথেষ্ট নয় বলে মন্তব্য করেন মমতা। ওই তহবিলে আরও সাহায্যের প্রয়োজন। এর পরই মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য দফতরের এক সচিব সঞ্জয় বনশলের মোবাইল নম্বর দেন। জিনিসপত্র দিয়ে সাহায্যের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেন। সেই মোবাইল নম্বর হল ৯০৫১০২২০০০। একই সঙ্গে তিনি সঞ্জয়ের সঙ্গে ইমেলেও যোগাযোগ করা যাবে (wbsacs@gmail.com)।

আরও পড়ুন: এ বার করোনার ভরকেন্দ্র হতে চলেছে আমেরিকা? অশনি সঙ্কেত দিল হু​

এর পর মুখ্যমন্ত্রী একটি অ্যাকাউন্ট নম্বরের কথা বলেন। সেই অ্যাকাউন্ট নম্বর হল ৬২৮০০৫৫০১৩৩৯। আইএফএসসি কোড-আইসিআইসি০০০৬২৮০। এমআইসিআর কোড-৭০০২২৯০১০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন