Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Coronavirus

কেন্দ্রের কাছে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি মমতার

জরুরি পরিষেবা, হোম ডেলিভারি আটকানো যাবে না, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।

সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ মার্চ ২০২০ ১৫:২৪
Share: Save:

করোনা-পরিস্থিতির মোকাবিলায় নতুন বেশ কিছু পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে একগুচ্ছ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি।

• সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলুন: মমতা বন্দ্যোপাধ্যায়

• সোশ্যাল ডিসট্যান্সিং মানে মানুষকে আলাদা করে দেওয়া নয়: মমতা বন্দ্যোপাধ্যায়

• করোনা মোকাবিলায় রাজ্যের হেল্পলাইন ঘোষণা

• রাজ্যের কন্ট্রোল রুম নম্বর ১০৭০

• অযথা আতঙ্কিত হয়ে জিনিস মজুত নয়: মমতা বন্দ্যোপাধ্যায়

• নিত্য প্রয়োজনীয় জিনিসের জোগান নিরবিচ্ছিন্ন থাকবে

• পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের দায়িত্ব নিতে হবে

• জরুরি পরিষেবা আটকানো যাবে না

• হোম ডেলিভারি আটকানো যাবে না

• বিভিন্ন জেলার পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ

• মানুষজনকে আটকানো নিয়ে প্রশাসনকে বার্তা মুখ্যমন্ত্রীর

• অনেক সময় অজ্ঞতার জন্য আটকে দেওয়া হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

• সব্জিওয়ালাকে আটকানো যাবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

• কৃষককে কাজ করতে দিতে হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

• কিন্তু একসঙ্গে জমায়েত করতে দেওয়া যাবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

• জ্বর হলেই সামাজিক ভাবে বয়কট করা নয় : মমতা বন্দ্যোপাধ্যায়

• কারও জ্বর হতেই পারে : মমতা বন্দ্যোপাধ্যায়

• জ্বর হলে কাউকে খাবার দেওয়া যাবে না এমন নয় : মমতা বন্দ্যোপাধ্যায়

• আমরা দানবিক নই, মানবিক : মমতা বন্দ্যোপাধ্যায়

• কেউ খেতে না পেলে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে : মমতা বন্দ্যোপাধ্যায়

• ফুটপাতবাসীদের জন্য নাইট শেল্টারের ব্যবস্থা করা হয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়

• তাঁরা অনেকে যেতে চাইছেন না: মমতা বন্দ্যোপাধ্যায়

• তাঁদের খাবারের বন্দোবস্ত করা হবে : মমতা বন্দ্যোপাধ্যায়

• চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য হোটেলের বন্দোবস্ত করা হয়েছে

• হঠাৎ করে রোগের প্রাদুর্ভাব, প্রস্তুতি নিতে হচ্ছে একা রাজ্যকেই: মমতা বন্দ্যোপাধ্যায়

• অর্থনৈতিক অবস্থা খারাপ, তার মধ্যেই এই প্রস্তুতি দিতে হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

• এই পরিস্থিতিতে ২০০ কোটি টাকার একটি আপৎকালীন ত্রাণ তহবিল চালু করেছে রাজ্য

• কিন্তু মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ওই তহবিল যথেষ্ট নয়। তাই তিনি ওই তহবিলেই আরও সাহায্যের আবেদন জানিয়েছেন

• সেখানে জিনিসপত্রের পাশাপাশি আর্থিক সাহায্য দেওয়া যেতে পারে

• ওই তহবিলে জিনিসপত্র দেওয়ার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে সঞ্জয় বনশলের সঙ্গে

• একটি মোবাইল নম্বরও দেওয়া হয়েছে। সঞ্জয় বনশল: ৯০৫১০২২০০০

• আর্থিক সাহায্যের জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে

• স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ড: অ্যাকাউন্ট নম্বর- ৬২৮০০৫৫০১৩৩৯

• আইএফএসসি কোড: আইসিআইসি ০০০৬২৮০, wb.gov.in

• আমাদের সকলকে এর মোকাবিলা করতে হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

• সর রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

• পাশাপাশি এ রাজ্যের সঙ্গে যে হেতু গোটা উত্তর-পূর্বাঞ্চল ও একাধিক প্রতিবেশী দেশের সীমান্ত রয়েছে তাই সেই প্যাকেজের পরিমাণ পশ্চিমবঙ্গে ক্ষেত্রে যাতে বেশি হয় সেই আর্জিও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE