Coronavirus

২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণে রেকর্ড, আক্রান্ত ৩৯৬, মৃত্যু ১০ জনের

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১০ জনের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০২০ ২২:২৭
Share:

ছবি পিটিআই

রাজ্য এক দিনে করোনা সংক্রমণ বৃদ্ধিতে ফের নজির। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯৬ জন। যা এর আগে কখনও হয়নি। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬ হাজার ১৬৮।

Advertisement

ওই বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১০ জনের। এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ২৬৩। তবে এর বাইরেও করোনা আক্রান্ত হয়ে কো-মর্বিডিটিতে মৃত্যু হয়েছে ৭২ জনের। সেই সংখ্যা যোগ করলে রাজ্যে মোট মৃতের সংখ্যা ৩৩৫।

তবে আশার কথা, আক্রান্তদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন তিন ভাগেরও বেশি মানুষ। মঙ্গলবার বুলেটিন প্রকাশ করা পর্যন্ত মোট রোগমুক্ত হয়েছেন ২ হাজার ৪১০ জন। এর মধ্যে সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৪ জন। আর রাজ্যে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪২৩।

Advertisement

আরও পড়ুন: কয়েক দিনের মধ্যেই চালু হতে চলেছে পেট্রাপোলে সীমান্ত বাণিজ্য, ইঙ্গিত নবান্নের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন