Coronavirus

করোনা-সাহায্যে সরকারি সংস্থা, বাম মেয়রও

নিজের বিধায়ক ভাতা থেকে শিলিগুড়ি পুরসভার তহবিলে এক লক্ষ টাকা দিয়েছেন শিলিগুড়ির সিপিএম বিধায়ক তথা মেয়র অশোক ভট্টাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২০ ০০:৩১
Share:

মেয়র অশোক ভট্টাচার্য।

করোনা মোকাবিলায় সাহায্যের হাত এগিয়ে আসা অব্যাহত। প্রাথমিক শিক্ষা পর্ষদ, মাধ্যমিক শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ-সহ শিক্ষা দফতরের অধীনে থাকা সংস্থাগুলি মিলিত ভাবে পাঁচ কোটি টাকা দিল রাজ্য সরকারের আপৎকালীন তহবিলে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে মুখ্যমন্ত্রী যে ভাবে নেতৃত্ব দিচ্ছেন, এই সাহায্য তাতে কাজে আসবে বলেই আমরা আশাবাদী।’’ নিজের বিধায়ক ভাতা থেকে শিলিগুড়ি পুরসভার তহবিলে এক লক্ষ টাকা দিয়েছেন শিলিগুড়ির সিপিএম বিধায়ক তথা মেয়র অশোক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, ‘‘উত্তরবঙ্গে এক জনের মৃত্যুর পরে এই অঞ্চলের মানুষের মনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। আমরা নাগরিকদের বলছি, আতঙ্কের কারণ নেই। স্বাস্থ্যবিধি মেনে চলুন, আমরা সব রকম ভাবে লড়াই করছি।’’ রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান বৃহস্পতিবার দাবি করেছেন, ‘‘বিরোধীরা সব রকম সহযোগিতা করছে। কিন্তু সরকার রোগ ও চিকিৎসা নিয়ে বিভ্রান্তি বন্ধ করুক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement