State news

নয়াবাদের করোনা-আক্রান্ত বৃদ্ধের শারীরিক অবস্থার সামান্য উন্নতি

কৃত্রিম পদ্ধতিতে তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। আপাতত তিনি পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০২০ ১৬:৩৭
Share:

প্রতীকী ছবি।

নয়াবাদের করোনা-আক্রান্ত বৃদ্ধের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। যদিও তিনি ভেন্টিলেশনেই রয়েছেন। কৃত্রিম পদ্ধতিতে তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। আপাতত তিনি পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

Advertisement

নয়াবাদের বাসিন্দা ওই বৃদ্ধের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে, এমনটা নয়। তাঁর শারীরিক পরিস্থিতির উপর ২৪ ঘণ্টাই নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসক সুদীপ্ত মিত্র। শনিবার তিনি বলেন, “ওই ভদ্রলোকের শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। এখনও তাঁর একাধিক অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে। আমরা সব রকমের চেষ্টা চালাচ্ছি।”

ওই বৃদ্ধের স্ত্রী, ছেলে, বৌমা, নাতনি, পরিচারিকাকেও এমআর বাঙুর হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলেও, সেই রিপোর্ট এখনও পাওয়া যায়নি বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর।

Advertisement

আরও পড়ুন: রাজস্থান ও তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত আরও ৪

গত ১৩ মার্চ পূর্ব মেদিনীপুরের এগরা এলাকার এক হোমিয়ো চিকিৎসকের ছেলের বিয়েতে গিয়েছিলেন ওই বৃদ্ধ এবং তাঁর পরিবার। আমন্ত্রিত ছিলেন কয়েক জন বিদেশিও। যাঁদের সংস্পর্ষে এসেছিলেন ওই বৃদ্ধ, তাঁদের তালিকা অনেকটাই তৈরি করা গিয়েছে। যাঁদের সঙ্গে য়োগাযোগ করা যাচ্ছে, তাদের কোয়রান্টিনে থাকতে বলা হচ্ছে। সেই সঙ্গে কয়েক জনকে করোনা পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। বিয়েবাড়িতে কোনও ভাবে তিনি সংক্রমিত হয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ওই সময় তিনি দিঘাতেও ঘুরতে গিয়েছিলেন। ইতিমধ্যে ওই হোটেল এবং সেখানকার কর্মীদের কোয়রান্টিনে থাকতে বলা হয়েছে। এগরা থেকে ১৩ জনের লালারসের নমুনা সংগ্রহ করে এসএসকেএমে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন