Sandeshkhali

মামলা থেকে অব্যাহতি

সন্দেশখালি-কাণ্ডের সময়ে সেখানকার প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় কর্মসূচি নিয়েছিলেন বিকাশেরা। তার পরেই অবৈধ জমায়েত, রাস্তা অবরোধ, পুলিশকে মারধরের মতো বিভিন্ন অভিযোগে একাধিক ধারায় মামলা দায়ের করেছিল পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ০৮:৫৮
Share:

কলকাতার ছ’জন ডিওয়াইএফআই, এসএফআই নেতা-নেত্রীকে অব্যাহতি দিল আদালত। —প্রতীকী চিত্র।

একটি প্রতিবাদ কর্মসূচির প্রেক্ষিতে কলকাতা পুলিশের দায়ের করা মামলা থেকে বিকাশ ঝা-সহ কলকাতার ছ’জন ডিওয়াইএফআই, এসএফআই নেতা-নেত্রীকে অব্যাহতি দিল আদালত। কলকাতা নগর দায়রা আদালত শুক্রবার এই নির্দেশ দিয়েছে। সন্দেশখালি-কাণ্ডের সময়ে সেখানকার প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় কর্মসূচি নিয়েছিলেন বিকাশেরা। তার পরেই অবৈধ জমায়েত, রাস্তা অবরোধ, পুলিশকে মারধরের মতো বিভিন্ন অভিযোগে একাধিক ধারায় মামলা দায়ের করেছিল পুলিশ। অভিযুক্তদের আইনজীবী ইয়াসিন রহমান এ দিন বলেছেন, “কলকাতা পুলিশ আদালতে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পেশ করতে পারেনি। বিচারক অভিযুক্তদের মামলা থেকে মুক্ত করে দিয়েছেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন