Dibyendu Adhikari

বেহাল করোনা পরিস্থিতি, জেলার দুই স্বাস্থ্যকর্তাকে সরান: মুখ্যসচিবকে চিঠি তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর

চিঠির কপি তিনি পাঠিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণস্বরূপ নিগমকেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২১ ১৫:৪৭
Share:

করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ, এই অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর জেলার দুই স্বাস্থ্যকর্তার অপসারণ চেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন শাসকদল তৃণমূলের সাংসদ দিব্যেন্দু অধিকারী।

Advertisement

গত বৃহস্পতিবার মুখ্যসচিবকে একটি চিঠিতে তৃণমূল সাংসদ দিব্যেন্দু লিখেছেন, ‘অতিমারির দ্বিতীয় ঢেউ যখন ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখন আমি পূর্ব মেদিনীপুরে সরকারি স্বাস্থ্য পরিষেবা দেখে যারপরনাই ব্যথিত। জেলার সরকারি হাসপাতালগুলিতে বেশির ভাগ স্বাস্থ্যকর্তার কাজের প্রতি ঔদাসীন্য, নিয়মানুবর্তিতার অভাব চোখে পড়ছে। পূর্ব মেদিনীপুর এবং নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার দুই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিয়মানুবর্তিতার অভাব ও কাজের প্রতি ঔদাসীন্য উল্লেখযোগ্য’।

অবিলম্বে ওই দুই স্বাস্থ্যকর্তার অপসারণ দাবি করেছেন দিব্যেন্দু।

Advertisement

চিঠির কপি তিনি পাঠিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগমকেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement