CPM

বিজেপিকে ঘাড়ে করে রাজ্যে এনেছে তৃণমূল, মন্তব্য সুজনের, পাল্টায় তাপস

শুক্রবার পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বুড়াল গ্রামে একটি জনসভায় সুজন মন্তব্য করেন, বাংলায় বিজেপির বারবাড়ন্তের জন্য তৃণমূলই দায়ী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সবং ও কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ২০:৪০
Share:

সুজনকে জবাব তাপসের। - ফাইল চিত্র

পশ্চিমবঙ্গে বিজেপ‌ির শক্তিবৃদ্ধির জন্য তৃণমূলকে দায়ী করলেন যাদবপুরের সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বুড়াল গ্রামে একটি জনসভায় সুজন মন্তব্য করেন, বাংলায় বিজেপির বারবাড়ন্তের জন্য তৃণমূলই দায়ী। তিনি বলেন, ‘‘ঘাড়ে করে পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে এসেছে তৃণমূল।’’ সুজনের এই মন্তব্যের জবাবে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মুখপাত্র তাপস রায় বলেন, ‘‘সুজন সম্ভবত ১৯৮৯ সালের কথা ভুলে গিয়েছেন। অথবা তখন বোধ হয় তিনি রাজনীতি করতেন না।’’

Advertisement

সবংয়ের সভায় সুজন বলেন, ‘‘১০ বছর আগে মানুষ মনে করেছিল, তৃণমূল সরকারকে নিয়ে আসবে। কংগ্রেসের সঙ্গে জোট না হলে তৃণমূলের হিম্মত ছিল না ক্ষমতায় আসার।’’ সুজনের মুখে তৃণমূলের নিন্দা প্রসঙ্গে তাপস আরও বলেন, ‘‘অন্ধ কংগ্রেস-বিরোধিতা এক সময়ে সিপিএমের রক্তে ছিল। এখন আবার বোধহয় নতুন নীতি হয়েছে। কিন্তু সে সময়ে ইন্দিরা গাঁধী বা রাজীব গাঁধীর অন্ধ বিরোধিতা করে গিয়েছে। রাজীবের অন্ধ বিরোধিতা করতে গিয়ে ১৯৮৯ সালে শহিদ মিনারে অটলবিহারী বাজপেয়ীকে সঙ্গে নিয়ে জ্যোতি বসুরা জনসভা করেছিলেন। সেটা বোধহয় সুজন মনে করতে পারছেন না।’’

তাপসের বক্তব্য, সাম্প্রতিক কালে বিজেপির ভোট বৃদ্ধির জন্যও সিপিএম দায়ী। তিনি বলেন, ‘‘বিমান বসু, সূর্যকান্ত মিশ্র-সহ একাধিক সিপিএম নেতা ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আগে এবং পরে স্বীকার করে নিয়েছেন যে, তাঁদের কর্মী-সমর্থকরাই গিয়ে বিজেপিতে ভোট দিয়েছেন। তাই সুজনই ভেবে দেখুন, এ সব কথা ওঁর মুখে মানায় কি না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন