Cyclone Yaas

Cyclone Yaas: রাতে নবান্নেই থেকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বুধবার সকাল থেকে সামলাবেন কন্ট্রোল রুম

৯ লক্ষ মানুষকে অন্যত্র সরানো হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। ব্লক স্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। চলছে ২৪ ঘণ্টার নজরদারিও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০২১ ১৫:০৯
Share:

সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৫ মে ২০২১ ১৫:৪৬ key status

ফের সন্ধে ৬টায় সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রীর

ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে ফের সন্ধে ৬টায় সাংবাদিক বৈঠক করবেন বলে জানালেন মমতা। মুখ্যমন্ত্রী বললেন, ৬টার সময় ইয়াস নিয়ে আরও তথ্য জানাতে পারবেন তিনি। 

শেষ আপডেট: ২৫ মে ২০২১ ১৫:৪৩ key status

প্রয়োজনে সেনা নামানো হবে: মমতা

প্রয়োজন হলে পরিস্থিতি সামলাতে সেনা নামানোর সিদ্ধান্তও নিতে পারে রাজ্য সরকার। বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী। 

Advertisement
শেষ আপডেট: ২৫ মে ২০২১ ১৫:৪২ key status

সংবাদ মাধ্যমের কর্মীদের জন্যও রাতে নবান্নে থাকার ব্যবস্থা

সাংবাদিক বৈঠকে সংবাদ মাধ্যমের কর্মীদের মমতা বললেন, ‘‘আপনারাও চাইলে রাতে এখানে থাকতে পারেন। খাওয়া-দাওয়া থাকার সবরকম ব্যবস্থা থাকবে।’’ 

শেষ আপডেট: ২৫ মে ২০২১ ১৫:৩৮ key status

সকালের দিকটা ঘূর্ণিঝড়ের গতিবিধির উপর বেশি নজর রাখতে হবে

ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সময় নিয়ে এখনও সঠিক তথ্য নেই, জানালেন মমতা। সাংবাদিক বৈঠকে বললেন, ‘‘ভোররাত থেকেই বৃষ্টি শুরু হবে। সকালের দিকে ল্যান্ডফল হতে পারে। আবার অনেকে বলছেন দুপুর ১২টা নাগাদও আছড়ে পড়তে পারে ইয়াস। তবে সকালের দিকটাই একটু বেশি করে নজর রাখতে হবে।’’

Advertising
Advertising
শেষ আপডেট: ২৫ মে ২০২১ ১৫:৩৩ key status

রাতে নবান্নেই মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বললেন, ‘‘আজ  (মঙ্গলবার) নিজেরাও আমরা সবাই নবান্নেই থাকব। কাল তো ল্যান্ডফল হবে। তখনই বোঝা যাবে, কতটা ক্ষতি হচ্ছে আমাদের। আমরা তাই প্রতি মুহূর্তে মনিটরিং করব।’’

শেষ আপডেট: ২৫ মে ২০২১ ১৫:২৫ key status

সমুদ্রের জল ঘরে ঢুকে গিয়েছে: মমতা

দিঘা, শঙ্করপুরে ঘরে জল ঢুকে যাচ্ছে বলে সাংবাদিক বৈঠকে বললেন মমতা। জানালেন, ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছেন। 

শেষ আপডেট: ২৫ মে ২০২১ ১৫:১৮ key status

বিভিন্ন জেলার জেলা শাসকদের সঙ্গে আমি কথা বলেছি: মমতা

উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুরের জেলা শাসকদের সঙ্গে আমার কথা হয়েছে, বললেন মমতা। জানালেন, উত্তর ২৪ পরগণার জেলা শাসক জানিয়েছেন, তিনি মঙ্গলবার রাতে সন্দেশ খালিতে থাকবেন। মমতা জানালেন, তাঁরা নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিচ্ছেন। 

 

শেষ আপডেট: ২৫ মে ২০২১ ১৫:১৫ key status

‘‘ব্লকে ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম’’

৪ হাজার ত্রাণ কেন্দ্র তৈরি করা হয়েছে। এছাড়া দুর্যোগের জন্য ওয়ার রুম তৈরি করা হয়েছে। আগেও এই পরিষেবা ছিল। তবে এবার ব্লক স্তরেও খোলা হয়েছে কন্ট্রোল রুম।  এক একজন আইএএস কর্তাদের এই কন্ট্রােলরুমের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা বিভিন্ন জেলায় গিয়ে কাজ করছে বলে জানালেন মমতা। জেলাশাসকদের সঙ্গেও যোগাযোগ রেখে চলছে।

শেষ আপডেট: ২৫ মে ২০২১ ১৫:১১ key status

৯ লক্ষ মানুষকে অন্যত্র সরানো হয়েছে: মমতা

প্রায়  ৯ লক্ষ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। তাঁদের নিরাপদ এলাকায় রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আমফানের সময়ও ১০ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে গিয়েছিলাম। এবারও ওই ৯ লক্ষ মানুষকে ত্রাণ কেন্দ্রে রাখা হয়েছে।  

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement