সুকৃতির জন্য আজ পুড়বে কুশপুতুল

ইসলামপুরে ছাত্রমৃত্যুর প্রতিবাদে শিলিগুড়িতে কুশপুতুল পোড়ানোর ঘটনা ঘিরে গ্রেফতার করা হয়েছে এসএফআই নেত্রী সুকৃতি আশকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ০৩:৩৩
Share:

—ফাইল চিত্র।

ইসলামপুরে ছাত্রমৃত্যুর প্রতিবাদে শিলিগুড়িতে কুশপুতুল পোড়ানোর ঘটনা ঘিরে গ্রেফতার করা হয়েছে এসএফআই নেত্রী সুকৃতি আশকে। পুজোর মুখে তাঁর ঠিকানা এখন পুলিশি হেফাজত। রাজ্য জুড়ে আজ, রবিবার কুশপুতুল পুড়িয়েই ওই গ্রেফতারের প্রতিবাদের ডাক দিল সিপিএম। দলের ছাত্র ও যুব সংগঠনের তরফে ওই প্রতিবাদ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘দুষ্কৃতীদের বিরুদ্ধে, সুকৃতিদের পক্ষে পথে নামার ডাক’।

Advertisement

সুকৃতির নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন প্রাক্তন দুই এসএফআই সম্পাদক নীলোৎপল বসু ও সুজন চক্রবর্তী। সিপিএম নেতাদের দাবি, কুশপুতুল পোড়ানো বরাবরই বিক্ষোভের প্রতীকী অংশ। শিলিগুড়ির কুশপুতুলে মুখ্যমন্ত্রীর ছবি ছিল না, নামও লেখা ছিল না। তবু সেই কুশপুতুল টানাটানি করতে গিয়ে পুলিশের গায়ে তেল ছিটকে গিয়েছিল। সুকৃতিকে বলতে শোনা গিয়েছিল, ‘জ্বালিয়ে দে’!

সিপিএম নেতাদের বক্তব্য, তিনি কুশপুতুল জ্বালাতে বলেছিলেন। ওই মন্তব্যকেই পুলিশের বিরুদ্ধে হুমকি হিসেবে ধরে সুকৃতিকে খুনের চেষ্টার মামলা দেওয়া হয়েছে। হাওড়ায় আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ-প্রশাসনের এমন আচরণের প্রতিবাদে আজ এক হাজারেরও বেশি জায়গায় ‘স্বৈরাচারী শক্তির কুশপুতুল’ পোড়ানোর ডাক দিয়েছে সিপিএম। রাজ্য কমিটির বৈঠকের পরে শনিবার দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের মন্তব্য, ‘‘দেখি না আরও কত মামলা হয়!’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন