Morcha

কার্শিয়াং পুরো স্বাভাবিক, ভয় কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টায় দার্জিলিং

গুরুঙ্গ বাহিনীর দাপটে ১০০ দিনের উপর বন্‌ধ চলছে দার্জিলিঙে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭ ১৮:১৯
Share:

ফাইল চিত্র।

গুরুঙ্গ বাহিনীর আতঙ্ক কাটিয়ে ক্রমে স্বাভাবিক হওয়ার পথে পাহাড়। রবিবার দু’একটা বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর মিললেও বড় কোনও হিংসার খবর পাওয়া যায়নি। এ দিন সকালে পুলিশি নিরাপত্তায় দার্জিলিঙে বেশ কয়েকটি দোকান খুলেছিল। তবে পুলিশ চলে গেলে কিছু ক্ষণের মধ্যে সেগুলি বন্ধ করে দেন দোকানিরা। ফের দ্বিতীয় দফায় পুলিশি নিরাপত্তায় দোকান খোলে।

Advertisement

আরও পড়ুন: একজোট ব্যবসায়ীরা আজ থেকে ভয় ভুলে ব্যবসা শুরু

অন্য দিকে, পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে লেবং এবং বিকেলের দিকে চটকপুরে দু’টি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। যদিও কঠোর পুলিশি নিরাপত্তার কারণে হিংসা ও উত্তেজনা তৈরি হতে পারেনি। অন্য দিকে, কার্শিয়াং পুরোপুরি স্বাভাবিক বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

আরও পড়ুন: বন্‌ধের ১০০ দিনে পাহাড়ে হতাশাই

গুরুঙ্গ বাহিনীর দাপটে ১০০ দিনের উপর বন্‌ধ চলছে দার্জিলিঙে। কিন্তু, সাধারণ মানুষ আর বন্‌ধ চাইছেন না বলে মোর্চারই একাংশের দাবি। স্থানীয় দোকানিরা অনেকেই বলছেন, ‘‘বন্‌ধটা এ বার উঠে গেলে ভাল। হাতে কাজ নেই। পকেট ফাঁকা।’’
রবিবার যেন সেই আভাসই কিছুটা মিলল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement