অ্যাসিড হামলায় মৃত

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুষ্কৃতীরা জানলার ফাঁক দিয়ে অ্যাসিড ছুঁড়েছিল। আক্রমণের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কুলতলি শেষ আপডেট: ২০ জুলাই ২০১৮ ০৫:৩২
Share:

প্রতীকী ছবি।

সাত বছরের ছেলেকে নিয়ে টিনের চালের খুপরি ঘরে ঘুমিয়ে ছিলেন জয়ন্তী মণ্ডল (৩০)। রাত ১২টা নাগাদ তাঁর আর্তনাদে ছুটে আসেন আশেপাশের লোকজন। দেখেন, যন্ত্রণায় ছটফট করছেন জয়ন্তী ও তাঁর ছেলে সমীরণ। বৃহস্পতিবার কুলতলির জ্বালাবেড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের মণ্ডলেরহাট এলাকার এই ঘটনায় মা-ছেলেকে রাতেই নিয়ে যাওয়া হয় জয়নগর গ্রামীণ হাসপাতালে। জয়ন্তীকে মৃত বলে জানান চিকিৎসকেরা। সমীরণকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুষ্কৃতীরা জানলার ফাঁক দিয়ে অ্যাসিড ছুঁড়েছিল। আক্রমণের কারণ খতিয়ে দেখছে পুলিশ। জয়ন্তীর দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তে। বৃহস্পতিবার বারুইপুরের এসডিপিও অর্ক বন্দ্যোপাধ্যায় এলাকায় আসেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্ত্রী-ছেলেকে নিয়ে আগে কলকাতায় থাকতেন জয়ন্তীর স্বামী জয়দেব। মাস দু’য়েক হল জয়ন্তী ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন। এ দিনের কাণ্ডে ধন্দে জয়দেবও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন