West Bengal Budget 2025

বাজেট অধিবেশনের দিন বাড়ল, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিএ কমিটির বৈঠক! কথা ধনখড়ের ভাষণ নিয়েও

বুধবার বিএ কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের মন্ত্রী-বিধায়কেরা। বিজেপির কোনও বিধায়ককে বৈঠকে থাকতে দেখা যায়নি। তবে বুধবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৬
Share:

বিধানসভায় বিএ কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের মন্ত্রী-বিধায়কেরা। —নিজস্ব চিত্র।

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের সূচিতে বদল। ১৯ ফেব্রুয়ারি নয়, ২০ ফেব্রুয়ারিতে শেষ হবে বাজেট অধিবেশনের প্রথম দফা। বুধবার বিধানসভার বিজনেস অ্যাডভাইসরি (বিএ) কমিটির বৈঠকে অধিবেশনের সময়কাল এক দিন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মঙ্গলবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে শব-এ-বারাতের জন্য ছুটির কথা ঘোষণা করা হয়। জানানো হয়, শব-এ-বারাত উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিধানসভা বন্ধ থাকবে। বুধবার বিধানসভায় বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার পরের দিন, বাজেট নিয়ে আলোচনার জন্য অধিবেশন বসার কথা ছিল। কিন্তু ছুটির কারণে বৃহস্পতিবার অধিবেশন হবে না বিধানসভায়। ফলে অধিবেশনের সময়কাল এক দিন বৃদ্ধি করা হয়েছে। বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ নিয়ে ধন্যবাদজ্ঞাপক বক্তৃতার জন্য আগামী সোম এবং মঙ্গলবার ধার্য করা হয়েছে। রাজ্য সরকারের পেশ করা বাজেট নিয়ে আলোচনা হবে বুধ এবং বৃহস্পতিবার। অধিবেশনের শেষ দিনে হবে ভোটাভুটি।

বুধবার বিএ কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের মন্ত্রী-বিধায়কেরা। বিজেপির কোনও বিধায়ককে বৈঠকে থাকতে দেখা যায়নি। তবে ছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। বিএ কমিটির বৈঠকের পরেই মন্ত্রিসভার জোড়া বৈঠক হয় বিধানসভায়।

Advertisement

বুধবারের বিএ কমিটির বৈঠকে দেশের উপরাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভাষণ প্রসঙ্গও উঠেছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, বাজেট অধিবেশনের দ্বিতীয় দফার শুরুতে ভাষণ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে দিল্লির এক আমলা মারফত চিঠি পাঠান ধনখড়। সেই আমলা দেখা করেন স্পিকারের সঙ্গেও। কিন্তু রাজ্য বিধানসভায় উপরাষ্ট্রপতির ভাষণ দেওয়ার নজির বা আইনি সংস্থান নেই বলে জানানো হয় বিধানসভার সচিবালয়ের তরফে। তবে উপরাষ্ট্রপতির ইচ্ছাকে মান্যতা দেওয়া হতে পারে। বুধবারের বিএ কমিটির বৈঠকে সেই ভাষণ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement