Teesta Setalvad

Teesta Setalvad and Mohammed Zubair: তিস্তা, জ়ুবেরদের পাশে বিনায়কেরা

আইনজীবীদের সংগঠন আইলাজ এবং মানবাধিকার সংগঠন পিইউসিএল-এর উদ্যোগে ধর্মতলায় ওই আবস্থানের আয়োজন করা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২২ ০৬:৩৭
Share:

তিস্তা শেতলবাদ, মহম্মদ জুবেরদের মুক্তির দাবিতে কলকাতায় পিডিএসের সভা

তিস্তা শেতলবাদ, মহম্মদ জ়ুবের-সহ সমাজকর্মী, মানবাধিকার আন্দোলনকারীদের ‘মিথ্যা মামলায় হয়রান’ করার প্রতিবাদ ফের দেখা গেল কলকাতার পথে। বিচারবিভাগীয় হেফাজতে স্ট্যান স্বামীর মৃত্যুর এক বছর পূর্তির দিনে মঙ্গলবার ধর্মতলায় অবস্থান করে আইনজীবী ও মানবাধিকার সংগঠনের তরফে তিস্তা, জ়ুবের-সহ সকলের মুক্তির দাবি তোলা হল। আইনজীবীদের সংগঠন আইলাজ এবং মানবাধিকার সংগঠন পিইউসিএল-এর উদ্যোগে ধর্মতলায় ওই আবস্থানের আয়োজন করা হয়েছিল। দেশের সংবিধান রক্ষা ও বুলডোজ়ার-রাজ বন্ধের দাবিতে সেখানে সরব হন মানবাধিকার আন্দোলনের মুখ বিনায়ক সেন, সুজাত ভদ্র-সহ অন্যেরা। কলকাতা হাইকোর্ট থেকে এআইএলইউ-এর একটি মিছিলও ওই সভায় এসেছিল। তিস্তা, জ়ুবেরদের মুক্তির দাবিতেই মৌলালিতে এ দিন সভা করেছে পিডিএস। সমীর পূততুণ্ড, অনুরাধা পূততুণ্ডদের অভিযোগ, বিজেপির সরকার বেপরোয়া ভাবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। বিরোধীদের কোনও কথাই তারা সহ্য করতে পারছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন