Lalgola-Sealdah Trains

লালগোলা-শিয়ালদহ ট্রেনে শৌচাগারের দাবি

শিয়ালদহ-লালগোলা শাখায় আগের মতোই শৌচাগার যুক্ত মেমু রেক চালানোর দাবিকে সামনে রেখে সরব হল আরএসপি-র ছাত্র ও যুব সংগঠন যথাক্রমে পিএসইউ এবং আরওয়াইএফ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ০৭:৪২
Share:

শৌচাগার-সমেত রেক চালানোর দাবিতে বহরমপুর কোর্ট স্টেশনে সরব আরএসপি-র যুব সংগঠন। —নিজস্ব চিত্র।

শিয়ালদহ-লালগোলা শাখায় আগের মতোই শৌচাগার যুক্ত মেমু রেক চালানোর দাবিকে সামনে রেখে সরব হল আরএসপি-র ছাত্র ও যুব সংগঠন যথাক্রমে পিএসইউ এবং আরওয়াইএফ। এই মুহূর্তে ওই শাখায় শৌচাগারহীন ইএমইউ রেক চালানো হয়। বিষয়টিকে ‘অমানবিক’ এবং যাত্রী-স্বার্থের ‘পরিপন্থী’ বলে অভিযোগ করে সোমবার ওই দুই সংগঠন বহরমপুর স্টেশনে মিছিল করেছে। তার পরে স্টেশন মাস্টারকে দাবিপত্রও দেওয়া হয়। পিএসইউ-র জেলা সম্পাদক রুবেল শেখ জানিয়েছেন, দ্রুত পরিস্থিতির বদল না-হলে বৃহত্তর আন্দোলন হবে। এ দিনের কর্মসূচিতে ছিলেন সংগঠনের নেতা হেকমত মণ্ডল, জাকির হোসেন, মন্মথ সরকার, রোহন সরকার-সহ অন্যেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন