কোমরে ব্যথা নিয়ে হাসপাতালে দিলীপ

এ দিন সকালে হঠাৎই কোমরে ব্যথা শুরু হওয়ায় স্থানীয় চিকিৎসক তাঁকে পরীক্ষা করে দেখেন। প্রয়োজনীয় ওষুধও দেন। কিন্তু তাতেও ব্যথা না কমায় খড়্গপুর থেকে কলকাতায় নিয়ে আসা হয় দিলীপবাবুকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৮ ০২:৫৫
Share:

দিলীপ ঘোষ।

কোমরে ব্যথা নিয়ে সোমবার সল্টলেকের হাসপাতালে ভর্তি হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গত দু’দিন ধরে দলীয় কর্মসূচিতে খড়্গপুরে ছিলেন দিলীপবাবু। এ দিন সকালে হঠাৎই কোমরে ব্যথা শুরু হওয়ায় স্থানীয় চিকিৎসক তাঁকে পরীক্ষা করে দেখেন। প্রয়োজনীয় ওষুধও দেন। কিন্তু তাতেও ব্যথা না কমায় খড়্গপুর থেকে কলকাতায় নিয়ে আসা হয় দিলীপবাবুকে। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে দিলীপবাবুর এমআরআই-সহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাঁর ‘স্লিপ ডিস্ক’ বলে প্রাথমিক ভাবে চিকিৎসকেরা মনে করছেন। আপাতত তিনি স্থিতিশীল বলে হাসপাতালের বিবৃতিতে জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement