স্বাস্থ্য ভবন। নিজস্ব চিত্র।
অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হল এমডিএস এবং বিডিএসে ভর্তি প্রক্রিয়া। সোমবার নোটিস জারি করে এ কথা জানিয়েছে স্বাস্থ্য ভবন। ফলে সাময়িক অনিশ্চয়তার মুখে নিট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আইনি জটিলতার কারণে এই ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি না বেরোনো অবধি তা বলবৎ থাকবে বলে জানিয়ে দেয় স্বাস্থ্য দফতর।
এই নোটিস ঘিরেই বিতর্ক। নিজস্ব চিত্র।
বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়েছে ছাত্র সংগঠনের রাজ্য মেডিকেল ইউনিটের আহ্বায়ক সামস মুসাফির। এক বিবৃতিতে তিনি জানান, আইনি জটিলতার অজুহাত দেখিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর তা একেবারে কাম্য নয়। তিনি আরও জানান যে, ডাক্তারি বা চিকিৎসা বিজ্ঞানের মতো গুরুত্বপূ্র্ণ ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখার অর্থ ছাত্রছাত্রীদের পঠনপাঠনের সময় সঙ্কুচিত করা, পরবর্তী কালে যার প্রভাব কেবল ডাক্তারি ছাত্রছাত্রীদের শিক্ষার উপর নয়, এমনকি সার্বিক স্বাস্থ্য পরিষেবার মানের উপরও পড়বে। ফলে প্রতিহত হতে পারে চিকিৎসা পরিষেবা। তাঁর দাবি, আইনি জটিলতা কাটিয়ে সকল ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে হবে। চালু করতে হবে ক্লাসও। এর অন্যথা হলে ভবিষ্যতে রাজ্য জুড়ে আরও বৃহত্তর আন্দলোন করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।