শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার।—ছবি পিটিআই।
ঘোষণা সত্ত্বেও প্রাথমিক স্কুল থেকে কলেজ স্তরে বর্ধিত বেতন না-পাওয়ায় বিভিন্ন শিক্ষক সংগঠন আবার পথে নেমে আন্দোলনের তোড়জোড় করছে। তার মধ্যেই বৃহস্পতিবার, শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকসমাজের উদ্দেশে আবেদন জানালেন, তাঁরা যেন ভুল না-বোঝেন। ভুল বুঝে হঠাৎ করে যেন কিছু করে না-বসেন। মমতা জানিয়ে দেন, যত দিন তিনি থাকবেন, মানুষের জন্য করে যাবেন।
পরিস্থিতি কতটা খারাপ, তা বোঝাতে গিয়ে শিক্ষকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর গলায় এ দিন আগাগোড়াই ছিল সনির্বন্ধ অনুরোধের সুর। তিনি বলেন, ‘‘ভুল বুঝবেন না। কারও কথা শুনে হুট করে ভুল বুঝে কিছু করবেন না। আমি যেটুকু করি, নিঃস্বার্থ ভাবে করি। আমার কিছু পাওয়ার নেই। যত দিন থাকব, মানুষের জন্য করব। যে-দিন থাকব না, সে-দিন থাকব না।’’
তাঁকে যে অনেক হুমকির মধ্যে কাজ করতে হয়, তা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের সংসার গরিবের সংসার। আমরা অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করছি। এ বছর ৫৫ হাজার কোটি টাকা দেনা শোধ করতে হবে। একটা সরকারের আয় কত? আয়ের বেশিটাই যদি দেনা শোধ করতে চলে যায়, রাজ্য সরকার কোথা থেকে কী করবে?’’ আগেকার ভারত আর এখনকার ভারতের মধ্যেও অনেক পার্থক্য আছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘আজকে মাইনে দিতে পারছি। আশা করি, দিতে পারব। কোনও অসুবিধা হবে না। কিন্তু সব ব্যাঙ্ক যদি বাংলা থেকে চলে যায়, ব্যাঙ্কে টাকাটা কোথা থেকে রাখা হবে? কোথায় দেওয়া হবে?’’ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য শিক্ষকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী আহ্বান, ‘‘বাংলায় আর একটা জাগরণ করুন। ভারতবর্ষের ইতিহাস বদলানো যায় না। ভারতবর্ষের সংবিধান বদলানো যায় না। মহাত্মা গাঁধীকে বদলানো যায় না। নেতাজিকে বদলানো যায় না। এটা আমাদের বাংলা। কোনও পরামর্শ থাকলে দেবেন। আমরা কোনও ভুল করলে অবশ্যই বলবেন।’’