Durgapur Rape Case

দুর্গাপুর গণধর্ষণকাণ্ড: মামলা স্থানান্তরিত হল অন্য আদালতে, কিন্তু শুনানিই হল না বিচার প্রক্রিয়ার প্রথম দিনে

দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের মামলা দুর্গাপুর মহকুমা আদালত থেকে স্থানান্তরিত হল অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে। কিন্তু শনিবার, বিচার প্রক্রিয়ার প্রথম দিনে শুনানিই হল না। পরবর্তী শুনানির দিন সোমবার স্থির হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ২০:৪০
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের মামলা দুর্গাপুর মহকুমা আদালত থেকে স্থানান্তরিত হল অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে। কিন্তু শনিবার, বিচার প্রক্রিয়ার প্রথম দিনে শুনানিই হল না। পরবর্তী শুনানির দিন সোমবার স্থির হয়েছে।

Advertisement

আদালত সূত্রে খবর, শনিবার নির্যাতিতা তরুণীর সহপাঠীর আইনজীবী আদালতে হাজির থাকলেও সরকারি আইনজীবী ছিলেন না। সেই কারণে শুনানি করা সম্ভব হয়নি। বিচারক নির্দেশ দিয়েছেন, পরবর্তী শুনানির দিন অর্থাৎ সোমবার যাতে সব পক্ষের আইনজীবী আদালতে উপস্থিত থাকেন। পাশাপাশি, বিচারপ্রক্রিয়া দু’মাসের মধ্যে শেষ করার কথা বলেছেন বিচারক।

ডাক্তারি ছাত্রী গত ১০ অক্টোবর রাত ৮টা নাগাদ সহপাঠী এক ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরিয়ে একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ওই ছাত্রী নির্যাতনের শিকার হন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় নির্যাতিতার ওই সহপাঠী এবং কলেজ লাগোয়া গ্রামের পাঁচ যুবককে পুলিশ গ্রেফতার করে। সেই ঘটনার ২০ দিনের মধ্যে গত ৩০ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ।

Advertisement

আদালত সূত্রের খবর, ধৃত সহপাঠীর বিরুদ্ধে ধর্ষণ, অন্য তিন অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণ এবং বাকি দু’জনের বিরুদ্ধে জোর করে টাকা আদায়ের অভিযোগ আনা হয়েছে চার্জশিটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement