নিরাপত্তা নিয়ে আজ আলোচনা

মঙ্গলবার রাজ্য মুখ্য নির্বাচনী অফিসারের (সিইও) দফতরের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করবে দিল্লির নির্বাচন কমিশন। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ০৩:১৬
Share:

প্রতীকী ছবি।

লোকসভা ভোটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ, মঙ্গলবার রাজ্য মুখ্য নির্বাচনী অফিসারের (সিইও) দফতরের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করবে দিল্লির নির্বাচন কমিশন। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য।

Advertisement

সূত্রের খবর, গত পঞ্চায়েত ভোটে অশান্তির অভিজ্ঞতা মাথায় রেখে নিশ্ছিদ্র নিরাপত্তায় ভোট করানোই কমিশনের কাছে চ্যালেঞ্জ। সে কারণে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) রাখার নিরাপত্তা— কিছুতেই ফাঁক রাখতে রাজি নয় তারা। সিইও দফতর থেকে ইতিমধ্যেই জেলাশাসকদের কাছে বার্তা পাঠিয়ে এ নিয়ে প্রস্তুত হতে বলা হয়েছে।

লোকসভা ভোটের প্রস্তুতি দেখতে ইতিমধ্যেই রাজ্যে রাজ্যে সফর শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। গত সপ্তাহেই তারা বিহারে গিয়েছিল। কিছু দিনের মধ্যে আসতে পারে এ রাজ্যেও।

Advertisement

কী কী বিষয়ে নজর রাখার উপরে জোর দিচ্ছে কমিশন? প্রথমত মদ বিক্রি। কমিশন সূত্রে বলা হচ্ছে, পড়শি বিহারে মদ বিক্রি নিষিদ্ধ। এ রাজ্য থেকে সেখানে মদ যাচ্ছে কি না, তার উপরে নজর রাখা দরকার। সে জন্য এ রাজ্যের কোনও জেলায় অত্যধিক মদ বিক্রি হচ্ছে কি না, সে বিষয়ে সিইও দফতরকে খোঁজখবর রাখতে বলা হচ্ছে। বলা হবে লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রগুলি কী অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখতে। কমিশন সূত্রের মতে, এই সবই নিরাপত্তার বিষয়টি জড়িত।

মধ্যপ্রদেশের বিধানসভা ভোটে ইভিএমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। ভোটযন্ত্র নিয়ে হোটেলে যাওয়ার অভিযোগ উঠেছিল কয়েক জনের বিরুদ্ধে। ফের এমন অভিযোগ চায় না কমিশন। তাই ইভিএম-ভিভিপ্যাট থাকা ‘ওয়্যারহাউসে’র নিরাপত্তায় কী কী পদক্ষেপ করা হচ্ছে, তা-ও জানতে চায় তারা। এ ছাড়া পরিবহণ পরিকল্পনা, ভোটারদের ন্যূনতম সুবিধার ব্যবস্থা, প্রতিবন্ধী ভোটারদের সম্পর্কে খোঁজ, ভোটকর্মীদের সংখ্যা, রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ— এই সব নিয়ে কতটা প্রস্তুতি সারা হয়েছে, ফুল বেঞ্চ জানতে চাইতে পারে। রাজ্য সিইও দফতরের দাবি, যে কোনও সময়ে ভোটের জন্য তারা প্রস্তুত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন