Electrician Invigilator

পরীক্ষক হয়ে এলেন মিস্ত্রি!

পরীক্ষায় পরীক্ষক হিসেবে স্থানীয় এক জন ইলেকট্রিক মিস্ত্রি হাজির ছিলেন বলে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে লিখিত অভিযোগ হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ০৯:১৮
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সম্প্রতি গোপীবল্লভপুরের সুবর্ণরেখা কলেজে ‘সামার ইন্টার্নশিপ প্র্যাকটিক্যাল’ পরীক্ষা দিয়েছেন স্নাতকস্তরের চতুর্থ সিমেস্টারের পড়ুয়ারা। সেই পরীক্ষায় পরীক্ষক হিসেবে স্থানীয় এক জন ইলেকট্রিক মিস্ত্রি হাজির ছিলেন বলে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে লিখিত অভিযোগ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক তনুশ্রী সামন্ত মানছেন, ‘‘অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখছি।’’ কলেজের অধ্যক্ষ সিরাজ দত্তের দাবি, ‘‘নিয়ম বহির্ভূত কিছু হয়নি।’’ লক্ষীন্দর পালোই, অরুণাভ প্রহরাজ প্রমুখ কলেজ শিক্ষকের দেওয়া ওই অভিযোগপত্রে দাবি করা হয়েছে, ‘পরীক্ষার জন্য যে এক্সটার্নাল এক্সামিনার উপস্থিত হয়েছিলেন, তিনি কোনও ভাবেই বিশ্ববিদ্যালয় নির্ধারিত যোগ্য পরীক্ষক নন। তিনি স্থানীয় একজন ইলেকট্রিক মিস্ত্রি।’ অরুণাভরা মানছেন, ‘‘যা জানানোর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন