Student's Health Card

নজর পড়ুয়া-স্বাস্থ্যেও, তথ্য সংগ্রহের পরে দেওয়া হবে হেল্‌থ কার্ড

পোর্টাল খুলবে আগামী ১৫ জুলাই। সেখানে পড়ুয়াদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য আপলোড করার পরে বোর্ড তাদের হেল্থ কার্ড তৈরি করবে। সেই কার্ড স্কুলের থেকে পাবে পড়ুয়ারা।

আর্যভট্ট খান

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ০৭:১৮
Share:

পড়ুয়ার শারীরিক সক্ষমতা কেমন, তা শিক্ষককে লিখে দেবেন হেল্‌থ কার্ডে। —প্রতীকী চিত্র।

সিআইএসসিই বোর্ডের অধীনে থাকা স্কুলগুলিকে এ বার প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি পড়ুয়ার হেল্থ কার্ড তৈরি করতে হবে। ওই বোর্ডের স্কুলগুলির অধ্যক্ষেরা জানাচ্ছেন, এই হেল্থ কার্ড তৈরি করার জন্য বোর্ডের তরফে ‘ফিজ়িক্যাল হেল্থ অ্যান্ড ফিটনেস অ্যাসেসমেন্ট’ নামে একটি ওয়েব পোর্টাল চালু হতে চলেছে। সেখানে প্রত্যেক পড়ুয়ারস্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট, তার জীবনবযাত্রার খুঁটিনাটি আপলোড করতে হবে। এই পোর্টাল খুলবে আগামী ১৫ জুলাই। সেখানে পড়ুয়াদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য আপলোড করার পরে বোর্ড তাদের হেল্থ কার্ড তৈরি করবে। সেই কার্ড স্কুলের থেকে পাবে পড়ুয়ারা।

নতুন জাতীয় শিক্ষানীতিতে পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের সার্বিক উন্নতির কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, শুধু পড়াশোনা করলেই হবে না, পড়ুয়াকে স্বাস্থ্য সচেতনও হতে হবে। তার জীবনচর্যায় খেলাধুলোয় আগ্রহ, সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে হবে। সেই বিষয়ে মূল্যায়নও করতে হবে স্কুলগুলিকে। জাতীয় শিক্ষানীতি কার্যকর করতেই এই হেল্থ কার্ড চালু করা হচ্ছে বলে মনে করছে স্কুলগুলি।

অধ্যক্ষরা জানাচ্ছেন, এই হেল্থ কার্ডে প্রতিটি পড়ুয়ার শারীরিক সক্ষমতা কেমন, তা শিক্ষককে লিখতে হবে। সক্ষমতা যাচাই করার জন্য প্রয়োজনে বিশেষজ্ঞদরও সাহায্য নেওয়া হতে পারে। এক জন পড়ুয়া খেলাধুলোয় কতটা আগ্রহী, কী কী খেলা সে খেলতে পারে, তা জানতে হবে শিক্ষকদের। পড়ুয়ারা দৈনন্দিন জীবনে কতটা স্বাস্থ্য সচেতন, নিয়মিত ব্যায়াম করে কিনা, তার খাদ্যাভ্যাস কেমন, সে সব তথ্যও শিক্ষকেরা পড়ুয়াদের থেকে জেনে পোর্টালে নথিভুক্ত করবেন। এমনকি, পড়ুয়ারা কতক্ষণ ঘুমোয়, তাদের মোবাইল দেখার প্রবণতা কী রকম, সেই সব তথ্যও নথিভুক্ত করতে হবে বলে জানিয়েছেন অধ্যক্ষেরা। পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের দিকটিও নজরে রাখা হবে।

প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা যে হেতু ছোট, তাই তাদের কার্ড তৈরি করার সময়ে অভিভাবকদেরও সাহায্য করতে হবে বলে জানিয়েছেন অধ্যক্ষেরা। বিভিন্ন স্কুলের অধ্যক্ষেরা জানাচ্ছেন, এই উদ্যোগ খুবই সময়োচিত। কারণ, এখন স্কুলপড়ুয়াদেরও এমন কিছু শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, যা তাদের বয়সে হওয়ার কথা নয়। হেল্থ কার্ড থেকে পড়ুয়ার স্বাস্থ্য সম্পর্কে আগাম একটা আঁচ পাওয়া যাবে।

এই হেল্থ‌ কার্ডের জন্য পড়ুয়াদের ১০০ টাকা করে দিতে হবে বলে জানা গিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফিজ়িক্যাল হেল্থ অ্যান্ড ফিটনেস অ্যাসেসমেন্ট ওয়েব পোর্টালে পড়ুয়াদের স্বাস্থ্য সম্পর্কে এই সব খুঁটিনাটি তথ্য আপলোড করতে হবে বলে জানিয়েছে বোর্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন