LTC

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! এলটিসি, এইচটিসির মেয়াদ নিয়ে সিদ্ধান্ত নিল নবান্ন

প্রতি তিন বছর অন্তর এক বার এই সুবিধা পেয়ে থাকেন সরকারি কর্মচারীরা। এই এক বছরের বাড়তি সময় এক বারের জন্যই দেওয়া হচ্ছে। ভবিষ্যতের ছুটির ক্ষেত্রে এর কোনও প্রভাব পড়বে না।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৮
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর। বর্তমানে এলটিসি (লিভ ট্র্যাভেল কনসেশন)-র মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ৩১ অক্টোবর। সেই মেয়াদ বৃদ্ধি করে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। একই ভাবে নির্ধারিত মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়েছে এইচটিসি (হোম ট্র্যাভেল কনসেশন)-রও। ২০২৬ সালের ৩১ অক্টোবর শেষ হচ্ছে সেই এইচটিসির মেয়াদ। রাজ্যের অর্থ দফতর বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে। এর ফলে গত তিন বছরে যে সরকারি কর্মীরা এই সুবিধা নিতে পারেননি, তাঁরা আগামী এক বছরের মধ্যে তা নিতে পারবেন।

Advertisement

প্রতি তিন বছর অন্তর এক বার এই সুবিধা পেয়ে থাকেন সরকারি কর্মচারীরা। এই এক বছরের বাড়তি সময় এক বারের জন্যই দেওয়া হচ্ছে। ভবিষ্যতের ছুটির ক্ষেত্রে এর কোনও প্রভাব পড়বে না। পুরনো ছুটির মেয়াদ বাড়লেও নিয়ম মেনে চলতি বছরের ১ নভেম্বর থেকে নতুন ছুটির জন্য আবেদন করতে পারবেন সরকারি কর্মীরা।

সরকারি কর্মীদের একাংশ মনে করছেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে অনেক কর্মচারীর সুবিধা হবে। নবান্নের তরফে জানানো হয়েছে, অনেক রাজ্য সরকারি কর্মীই ব্যক্তিগত কারণে নির্ধারিত সময়ে ছুটি নিতে পারেন না। তাঁরা আগামী এক বছরের মধ্যে বেড়াতে যাওয়ার জন্য সেই ছুটি নিতে পারবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement