Fuel Price Hike

Farmers protest: কৃষক প্রতিবাদ

বিজেপি সরকারের আনা কৃষি আইনের পাশাপাশি এই জ্বালানির দাম বৃদ্ধিতেও কৃষকের সর্বনাশ হবে বলে মনে করছে সমন্বয় কমিটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০২১ ০৫:৫১
Share:

কৃষক সংগঠনের প্রতিবাদ।

জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে রাস্তায় নামল কিষাণ সংগ্রাম সমন্বয় কমিটি। রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃহস্পতিবার বিক্ষোভে শামিল হন কৃষকেরা। বিজেপি সরকারের আনা কৃষি আইনের পাশাপাশি এই জ্বালানির দাম বৃদ্ধিতেও কৃষকের সর্বনাশ হবে বলে মনে করছে সমন্বয় কমিটি। তাদের মতে, এমনিতেই ফসলের দাম কম পাচ্ছেন কৃষকেরা। তার সঙ্গে পেট্রল, ডিজ়েল, রান্নার গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধির ফলে দাম বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের। সমন্বয় কমিটির রাজ্য শাখার তরফে অমল হালদার, কার্তিক পালেরা জানিয়েছেন, 'সুন্দরবন বাঁচাও' দাবিকে সামনে রেখে কলকাতায় গণ-কনভেনশনের পরিকল্পনা চলছে। আগামী ২২ জুলাই শুরু হচ্ছে সংসদ অধিবেশন। টানা ৭ মাস ধরে চলা কৃষক আন্দোলনের মূল দাবি কৃষি আইন বাতিলের দাবি ফের সংসদে তুলে ধরতে সব বিরোধী দলের কাছে আবেদন জানিয়েছেন কৃষক নেতারা।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন