Fire

Fire: জোড়াবাগান বস্তিতে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ আগুন লাগে জোড়াবাগানের এই বস্তি এলাকা। জায়গাটি ৫ নম্বর বৈষ্ণব শেঠ লেন নামে পরিচিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৫৭
Share:

প্রতীকী ছবি।

উত্তর কলকাতার জোড়াবাগানের বস্তিতে অগ্নিকাণ্ড। বেশ কয়েকটি ঝুপড়িতে আগুন লেগেছে এবং তা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে গায়ে গায়ে ঘেঁষে থাকা বাকি ঝুপড়িগুলিতেও। ওই এলাকায় প্রায় শতাধিক ঝুপড়ি রয়েছে বলে খবর। তবে আগুন নেভানোর কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শুক্রবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ৬টি ইঞ্জিন। যদিও শুক্রবার মধ্যরাত অবধি আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

Advertisement

শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ আগুন লাগে জোড়াবাগানের এই বস্তি এলাকায়। জায়গাটির নাম ৫ নম্বর বৈষ্ণব শেঠ লেন। দমকলবাহিনী জানিয়েছে, বস্তিতে আগুন লাগলেও ভিতরে কেউ আটকে পড়েননি। আাগুন লাগার খবর পেয়ে সবাই নিরাপদ জায়গায় সরে আসেন। উদ্ধার কাজেও হাত লাগান বাসিন্দারা। যদিও কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।

বস্তির অধিকাংশ বাড়িরই দেওয়াল বাঁশ আর কাঠের, মাথায় টিনের চাল। কোথায়ও আবার প্লাস্টিক বা ত্রিপলও ব্যবহার করা হয়েছে আচ্ছাদনের জন্য। এ-সবই সহজদাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়।

Advertisement

এর আগেও কলকাতার বেশ কিছু ঝুপড়িতে আগুন লেগেছে। গত বছর নভেম্বরেই তপসিয়ার মজদুর পাড়ার ঝুপড়িতে আগুন লাগে। ঠিক এক মাস আগে, অক্টোবরে আগুন লেগেছিল চেতলার একটি ঝুপড়িতেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন