বিধাননগরে কৃষ্ণাই, জানালেন ফিরহাদ

১০ অগস্ট বিধাননগর পুরভবনে কাউন্সিলরদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৯ ০২:২০
Share:

—ফাইল চিত্র।

দলীয় টানাপড়েনে সব্যসাচী দত্ত ইস্তফা দেওয়ার পর থেকে বিধাননগর পুরসভার নতুন মেয়র নিয়ে এত দিন জল্পনা চলছিল। মঙ্গলবার বিধাননগরে পুরসভার কাউন্সিলরদের সঙ্গে এক বৈঠকের পরে খোদ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন, বিধাননগরের পরবর্তী মেয়র হিসেবে কৃষ্ণা চক্রবর্তী এবং চেয়ারপার্সন হিসেবে অনিতা মণ্ডলের নাম দলের তরফে প্রস্তাব করা হচ্ছে।

Advertisement

১০ অগস্ট বিধাননগর পুরভবনে কাউন্সিলরদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেখানেই এই বিষয়টি চূড়ান্ত হবে। বাকি চেয়ারম্যান পরিষদ যা রয়েছে, তা আপাতত অপরিবর্তিত থাকছে বলেই বৈঠক সূত্রের খবর। বিধাননগরে এখন ডেপুটি মেয়র হিসেবে রয়েছেন তাপস চট্টোপাধ্যায়।

পুরমন্ত্রী জানান, ওই পুরসভায় বেশ কিছু প্রকল্প ও কাজ আটকে রয়েছে। অচলাবস্থা চলছিল। কাউন্সিলরেরা কাজ আটকে থাকার বিষয় তাঁকে জানিয়েছেন। এ দিনের বৈঠকে সেই সব বিষয়েও আলোচনা হয়েছে। কিছু কাজ কেএমডিএ নিজেরা করবে, যাতে সেগুলো তাড়াতাড়ি উতরে যায়। বাকি সব কাজ করবে পুরসভা। তাই কোন কোন প্রকল্প বা কত কাজ বাকি রয়েছে, তার তালিকা তৈরি করতে বলা হয়েছে।

Advertisement

বিধাননগরে এত দিন কি কাজ হয়নি? পুরমন্ত্রী বলেন, ‘‘এখানে আমার বন্ধু ছিল। সব্যসাচী আমার ছোট ভাই। মেয়র হিসেবে যে-ভাবে উদ্যোগী হওয়ার কথা, সব্যসাচী কেন ততটা হয়নি, সেটা আজও আমার কাছে স্পষ্ট নয়।’’ বিধাননগর পুরসভায় আর্থিক সঙ্কট চলছে বলে জানিয়েছিলেন কাউন্সিলরেরা। সেই প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘‘রাজ্য সরকার বিধাননগর পুরসভার পাশে রয়েছে। যা দরকার, তা-ই করা হবে। বাসিন্দারা ৩-৪ মাসের মধ্যেই নতুন বিধাননগর উপলব্ধি করতে পারবেন।’’ বক্তব্য জানতে চেষ্টা করেও সব্যসাচীবাবুর সঙ্গে যোগাযোগ করা যায়নি। স্থানীয় সূত্রের খবর, তিনি এখন বিদেশে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন