আরও পাঁচ বিচারপতি আসছেন হাইকোর্টে

পাঁচ আইনজীবীকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। পাঁচ জনেই ওই হাইকোর্টের আইনজীবী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৮ ০৫:৩০
Share:

নতুন তিন বিচারপতি সম্প্রতি যোগ দিয়েছেন। এ বার পাঁচ আইনজীবীকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। পাঁচ জনেই ওই হাইকোর্টের আইনজীবী। গত ৪ মে কলকাতা হাইকোর্টের তৎকালীন কলেজিয়াম সাত জন আইনজীবীকে বিচারপতি-পদে নিয়োগ করার জন্য সুপারিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্টে।

Advertisement

নতুন বিচারপতি হিসেবে যাঁদের নাম কেন্দ্রের কাছে সুপারিশ করা হচ্ছে, তাঁরা হলেন বিশ্বজিৎ বসু, অমৃতা সিংহ, সুতনুকুমার পাত্র, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং জয় সেনগুপ্ত। বিচারপতি-পদে নিয়োগের জন্য আইনজীবী তীর্থঙ্কর ঘোষ এবং হিরণ্ময় ভট্টাচার্যের নামও সুপারিশ করেছিল হাইকোর্ট কলেজিয়াম। কিন্তু শীর্ষ আদালত ওই দু’জনের নাম কেন্দ্রের কাছে সুপারিশ করছে না।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি জস্তি চেলমেশ্বর এবং বিচারপতি রঞ্জন গগৈয়ের কলেজিয়ামের সামনে হাজির থাকার জন্য সাত আইনজীবীকেই নির্দেশ দেওয়া হয়। কলেজিয়াম জানিয়েছে, তীর্থঙ্করবাবুর ব্যাপারে আরও খবর নেওয়া প্রয়োজন। হিরণ্ময়বাবুর বিষয়টি আপাতত স্থগিত রাখা হচ্ছে। ঘটনাচক্রে হিরণ্ময়বাবু কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের সহোদর ভাই।

Advertisement

শীর্ষ আদালতের কলেজিয়াম জানিয়েছে, হাইকোর্ট যে-সাত জনের নাম পাঠিয়েছিল, তাঁদের প্রত্যেকের ফাইল খুঁটিয়ে দেখে এক মত পোষণ করেছেন তিন বিচারপতি। কলকাতা হাইকোর্টে বিচারপতি থাকার কথা ৭২ জন। সম্প্রতি তিন বিচারপতি নিযুক্ত হওয়ার পরে আছেন ৩৩ জন। পর্যাপ্ত সংখ্যক বিচারপতি নিয়োগের দাবিতে হাইকোর্টের আইনজীবীদের তিন সংগঠন ১৯ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। কর্মবিরতি আরও চলবে কি না, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ৩ এপ্রিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement