Food

‘খাদ্য শহিদ’ স্মরণ

সুবোধ মল্লিক স্কোয়ারে বুধবার সকালে খাদ্য শহিদ স্মারকে বামফ্রন্টের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিমেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ ০৮:১৬
Share:

সুবোধ মল্লিক স্কোয়ারে খাদ্য শহিদ স্মরণে বাম নেতৃত্ব। নিজস্ব চিত্র।

খাদ্য আন্দোলনের শহিদদের স্মরণ করতে গিয়ে দেশের বর্তমান পরিস্থিতিতে সঙ্কটে থাকা সাধারণ জনতার স্বার্থে লড়াই চালিয়ে যাওয়ার কথা বললেন বাম নেতৃত্ব। খাদ্য আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সুবোধ মল্লিক স্কোয়ারে বুধবার সকালে খাদ্য শহিদ স্মারকে বামফ্রন্টের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিমেরা। সেখানে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন পিডিএসের সমীর পূততুণ্ড, অনুরাধা পূততুণ্ডেরা। এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের নেতৃত্বে দলীয় নেতারা সুবোধ মল্লিক স্কোয়ারে শহিদ স্মরণের পরে এ দিন রানি রাসমণি অ্যাভিনিউয়ে মূল্যবৃদ্ধি ও পরিবহণের ভাড়াবৃদ্ধি-বিরোধী আন্দোলনের ‘শহিদ’ মাধাই হালদারের বেদিতেও শ্রদ্ধা জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement