Weather

কাল থেকেই আকাশ পরিষ্কার, ফিরবে ভ্যাপসা গরম

হাওয়া অফিস সূত্রে খবর, বিগত বেশ কয়েক দিন ধরে আর্দ্রতা খুব বেশি ছিল। অস্বাভাবিক আর্দ্রতার কারণেই আকাশে মেঘের সঞ্চার হয়েছে। সে জন্যই রবিবার সকাল থেকে কলকাতা ও তার আশপাশের এলাকা মেঘাচ্ছন্ন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৮ ১৩:৫৪
Share:

সকাল থেকেই মুখভার আকাশের।—নিজস্ব চিত্র।

সকাল থেকেই মুখভার আকাশের। কলকাতা, দুই ২৪ পরগনা, নদিয়া-সহ বেশ কিছু জায়গায় রবিবার সকাল থেকে কয়েক দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। যদিও এই বৃষ্টির সঙ্গে নিম্নচাপের কোনও সম্পর্ক নেই বলেই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।

Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, বিগত বেশ কয়েক দিন ধরে আর্দ্রতা খুব বেশি ছিল। অস্বাভাবিক আর্দ্রতার কারণেই আকাশে মেঘের সঞ্চার হয়েছে। সে জন্যই রবিবার সকাল থেকে কলকাতা ও তার আশপাশের এলাকা মেঘাচ্ছন্ন। বজ্রগর্ভ মেঘের কারণে এই বৃষ্টি। যদিও আগামী কাল, সোমবার সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে।

তবে, বৃষ্টির ফলে ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলবে কি না, এ বিষয়ে কোনও আশার কথা শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত আবহাওয়ার পরিবর্তনের তেমন কোনও লক্ষণ নেই। বৃষ্টি বন্ধ হলে ফের ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে আমজনতাকে।

Advertisement

আরও পড়ুন: উদ্ধারের অপেক্ষা, ত্রাণের হাহাকার, বৃষ্টি কমায় কেরলে দুর্যোগ কাটার ইঙ্গিত

(দুই চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলি, নদিয়া-মুর্শিদাবাদ, সহ দক্ষিণবঙ্গের খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা খবর, বাংলার বিভিন্ন প্রান্তের খবর পেয়ে জান আমাদের রাজ্য বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement