বিদ্যুৎ দফতরের বিভিন্ন অফিসে দাবিপত্র দিচ্ছে ফরওয়ার্ড ব্লক। —প্রতীকী চিত্র।
বিদ্যুতের স্মার্ট মিটারের বিরোধিতায় সুর চড়াচ্ছে নানা দল এবং সংগঠন। ‘স্মার্ট মিটার ফিরিয়ে নাও, ডিজিটাল মিটার ফিরিয়ে দাও’, এই স্লোগানকে সামনে রেখে বিদ্যুৎ দফতরের বিভিন্ন অফিসে দাবিপত্র দিচ্ছে ফরওয়ার্ড ব্লক। দলের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় কেন্দ্র ও রাজ্য সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, “স্মার্ট মিটারের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা বিভিন্ন বেসরকারি সংস্থার আওতায় চলে যাবে। সাধারণ মানুষের জীবন, কৃষিক্ষেত্র, ছোট শিল্পোদ্যোগে সমস্যা বাড়বে।” দলের নেতৃত্ব স্মরণ করিয়ে দিয়েছেন, বিদ্যুৎ আইন ২০০৩ অনুসারে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয়। একই বিষয়ে ‘একটি নাগরিক উদ্যোগ’ নামে একটি সংগঠন নৈহাটির ডিভিশনাল ম্যানেজারের দ্বারস্থ হয়েছে। ওই নাগরিক সংগঠনের তরফে প্রদীপ বসু, দেবজ্যোতি মজুমদারেরা জানিয়েছেন, সংশ্লিষ্ট আধিকারিক আশ্বস্ত করেছেন যে গ্রাহকদের সম্মতি ছাড়া জোর করে স্মার্ট মিটার বসানো হবে না। স্মার্ট মিটারের বিষয়ে বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেছে ওই সংগঠন।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে