West Bengal News

মমতা চান ছাত্র-নেতা, কিন্তু নাম গেল ঠিকাদার-উকিল, এমনকি ফৌজদারি অভিযুক্তেরও

নতুন সভাপতি বেছে নেওয়ার জন্য যে পাঁচ জনের নাম পাঠানো হয়েছে, তাঁদের চার জনই অ-ছাত্র। তিন জন ঠিকাদার। এক জনের নামে ঝুলছে দলেরই কাউন্সিলরের দায়ের করা ফৌজদারি মামলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ১৬:২২
Share:

নতুন সভাপতি বেছে নেওয়ার জন্য যে পাঁচ জনের নাম পাঠানো হয়েছে, তাঁদের চার জনই অ-ছাত্র। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা— জেলায় জেলায় ছাত্র সংগঠনের সভাপতি পদে অ-ছাত্রদের রাখা যাবে না। কয়েক মাস আগে নদিয়ার তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) সভাপতি অয়ন দত্তকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মমতা নিজেই। অয়ন দত্ত আর ছাত্র নন— এটাকেই প্রধান কারণ হিসেবে তুলে ধরা হয়েছিল তৃণমূলের তরফে। কিন্তু নতুন সভাপতি বেছে নেওয়ার জন্য যে পাঁচ জনের নাম পাঠানো হয়েছে, তাঁদের চার জনই অ-ছাত্র। তিন জন ঠিকাদার। এক জনের নামে ঝুলছে দলেরই কাউন্সিলরের দায়ের করা ফৌজদারি মামলা।

Advertisement

যে সব জেলায় টিএমসিপির সভাপতি বদল হচ্ছে, সেই সব জেলায় বিদায়ী সভাপতিদেরই বলা হয়েছে পরবর্তী সভাপতি হিসেবে কয়েক জনের নাম প্রস্তাব করতে। নদিয়া টিএমসিপির বিদায়ী সভাপতি অয়ন দত্ত তাই পাঁচটি নাম রাজ্য নেতৃত্বের কাছে পাঠান।

এই পাঁচ জনের মধ্যে এক জন হলেন সৌরিক মুখোপাধ্যায়। তিনি কল্যাণী শহর তৃণমূলের সভাপতি অরূপ মুখোপাধ্যায়ের ভাই। পেশায় আইনজীবী, বয়স প্রায় ৩৮।

Advertisement

আরও পড়ুন: রাজ্যে এক বছরে আরএসএস-এর শাখা বেড়ে দ্বিগুণ, ফলের আশায় বিজেপি

এই সৌরিকের বিরুদ্ধেই ফৌজদারি মামলা ঝুলছে। কল্যাণী পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লক্ষ্মী ওঁরাও একাধিক বার হেনস্থার অভিযোগ তুলেছেন সৌরিকের বিরুদ্ধে। খুনের হুমকি দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। স্থানীয় থানায় শুধু নয়, কখনও এসডিপিও, কখনও পুলিশ সুপারের দ্বারস্থ হয়েও তিনি অভিযোগ জানিয়েছেন সৌরিকের বিরুদ্ধে। অবশেষে নদিয়ার জেলাশাসক ওই কাউন্সিলরকে চিঠি দিয়ে জানান যে, তফসিলি জাতি/উপজাতির উপরে নির্যাতন প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে সৌরিকের বিরুদ্ধে।

সুদীপ ভৌমিক নামে এক জনের নাম অয়ন পাঠিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। সুদীপের বয়স ৩৯ বলে তৃণমূলেরই একাংশ জানাচ্ছে। পেশায় তিনি ঠিকাদার।

পাঠানো হয়েছে কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল কলেজের ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক রানা সরকারের নামও। এই টিএমসিপি নেতা সংগঠনের বিদায়ী জেলা সভাপতি অয়ন দত্তর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে রানা এখন আর ছাত্র নন। বয়স ৩৩-এর মতো। তিনিও এখন ঠিকাদারি করছেন বলে তৃণমূল সূত্রেই জানা গিয়েছে।

কল্যাণী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সদ্য-প্রাক্তন সাধারণ সম্পাদক জিশান আহমেদের নামও পাঠিয়েছেন অয়ন দত্ত। জিসানের বয়স কমই। বড়জোড় ২১-২২। কিন্তু জিশানও প্রাক্তন ছাত্র।

আরও পড়ুন: ‘ভুঁইফোড় গুন্ডাসর্দারদের’ হাতে দেশ চলবে, প্রশ্ন মমতার

পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জমা পড়া পাঁচ নামের মধ্যে একমাত্র প্রসেনজিৎ মণ্ডলই ছাত্র। বয়স ২৮-এর কাছাকাছি। তিনি এক সময়ে কল্যাণী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি ছিলেন। সদ্য পিএইচডি শেষ করে কল্যাণী বিশ্ববিদ্যালয়েই পোস্ট ডক্টরেট করছেন প্রসেনজিৎ মণ্ডল।

এই নামের তালিকা নিয়েই বিতর্ক শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। যেখানে খোদ দলনেত্রী চাইছেন ছাত্র সংগঠনের নেতৃত্বের ছাত্র-ছাত্রীরাই থাকুন, সেখানে অয়ন দত্ত কেন পার্থ চট্টোপাধ্যায়কে এমন পাঁচ জনের নাম পাঠালেন, যাঁদের চার জনই ছাত্র নন। অয়নের সঙ্গে সুসম্পর্ক বা অয়নের বাবা তথা নদিয়া জেলা তৃণমূলের সভাপতি গৌরীশঙ্কর দত্তর শিবিরে থাকার সুবাদেই কি অ-ছাত্রদের নামও ঢুকে গেল নদিয়া জেলা টিএমসিপির পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে? ছাত্র সংগঠনের তরফে কেউই এ প্রশ্নের উত্তর দিতে রাজি নন।

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া - পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন