সন্ত্রাস নিয়ে তৃণমূলকে আবার বিঁধলেন মোদী

মোদীর অভিযোগ, ‘‘বিভিন্ন রাজ্যে বিজেপির প্রতি রাজনৈতিক অস্পৃশ্যতা রয়েছে। সে জন্য কর্মীদের খুন হতে হচ্ছে। কেরল  থেকে কাশ্মীর, বাংলা থেকে ত্রিপুরায় এই ধরনের ঘটনা ঘটছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ মে ২০১৯ ০২:২১
Share:

—ফাইল চিত্র।

ভোটের আগেও মুখ খুলেছিলেন বাংলায় তৃণমূলের ‘সন্ত্রাসে’র বিরুদ্ধে। এ বার নির্বাচনী জয়ের পরে তাঁর নিজের কেন্দ্র বারাণসীতে গিয়ে ফের পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাস’ নিয়ে সরব হলেন নরেন্দ্র মোদী। বললেন, ‘‘হিংসা যেন আইনসিদ্ধ হয়ে গিয়েছে বাংলায়।’’ মোদীর অভিযোগ, ‘‘বিভিন্ন রাজ্যে বিজেপির প্রতি রাজনৈতিক অস্পৃশ্যতা রয়েছে। সে জন্য কর্মীদের খুন হতে হচ্ছে। কেরল থেকে কাশ্মীর, বাংলা থেকে ত্রিপুরায় এই ধরনের ঘটনা ঘটছে।’’

Advertisement

দেশজুড়ে বিজেপির বিপুল জয়ের সমস্ত কৃতিত্ব দলের কর্মীদের দিয়ে এ দিন বারাণসীর সভায় মোদী বলেন, ‘‘কেবল মতাদর্শের পক্ষে কাজ করার জন্য কয়েকশো বিজেপি কর্মীকে খুন হতে হয়েছে। সব ঘটনা সংবাদ মাধ্যমে উঠে আসে না। কিছু মানুষের বাছাই করা সংবেদনশীলতা রয়েছে। ত্রিপুরায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ মিলছে, বাংলায় এখনও খুন হচ্ছেন তাঁরা। কেরলেও হচ্ছেন। ভারতে বোধ হয় আর কোনও দলের এত কর্মী খুন হচ্ছেন না।’’

এর আগে বাংলায় নির্বাচনী সভা করতে এসেও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী। পুরুলিয়ায় দলীয় কর্মীদের মেরে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলে মোদী বলেছিলেন, ‘‘রাজ্যে বাড়ি থেকে ছেলে বেরলে মায়েরা ভয়ে থাকেন। ছেলে বুঝি আর বাড়ি ফিরবে না। বিজেপি কর্মীদের বেছে বেছে খুন করা হচ্ছে।’’ নির্বাচনী সভা থেকেই প্রধানমন্ত্রীর এই অভিযোগের পাল্টা জবাব দিয়ে গুজরাত দাঙ্গার কথা মনে করিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন