সোমবারও সরস্বতী পুজোর ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা

২০১৯-এ দুর্গাপুজো শুরু হচ্ছে ৫ অক্টোবর, শনিবার। অষ্টমী পড়েছে রবিবার। সেই কারণে সরকার ১০ এবং ১১ অক্টোবর দু’টি বাড়তি ছুটি দিয়েছে। একই ভাবে রবিবার ১৩ অক্টোবর লক্ষ্মীপুজো পড়ায় ছুটি পাওয়া যাবে ১৪ অক্টোবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ০২:২১
Share:

—ফাইল চিত্র।

সরস্বতী পুজো এ বার পড়েছে রবিবারে। তাই সোমবার বাড়তি এক দিন ছুটি দিয়েছে রাজ্য সরকার। শুধু সরস্বতী পুজোই নয়, বছরভর যে সব পুজো-পার্বণ শনি বা রবিবার পড়েছে, সবগুলির জন্য অতিরিক্ত এক দিন ছুটি ঘোষণা করেছে সরকার।

Advertisement

২০১৯-এ দুর্গাপুজো শুরু হচ্ছে ৫ অক্টোবর, শনিবার। অষ্টমী পড়েছে রবিবার। সেই কারণে সরকার ১০ এবং ১১ অক্টোবর দু’টি বাড়তি ছুটি দিয়েছে। একই ভাবে রবিবার ১৩ অক্টোবর লক্ষ্মীপুজো পড়ায় ছুটি পাওয়া যাবে ১৪ অক্টোবর। কালীপুজোও এ বার রবিবার। তাই সোমবার ২৮ অক্টোবর মিলবে আরও একটি ছুটি। ভাইফোঁটার জন্যও ৩০ অক্টোবর বাড়তি ছুটি মিলবে।

সরস্বতী পুজো নিয়ে সম্প্রতি রাজ্যের রাজনীতি সরগরম হয়েছে। বিজেপি সভাপতি অমিত শাহ রাজ্যে এসে বলেছেন, এ রাজ্যে স্কুলে স্কুলে সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হচ্ছে। যার বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এ রাজ্যের সংস্কৃতি সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই বিজেপি নেতাদের। যত সংখ্যক দুর্গা ও সরস্বতী পুজো এ রাজ্যে হয়, তা দেশের অন্য কোথাও হয় না। সোমবার সরস্বতী পুজোয় বাড়তি এক দিন ছুটি দেওয়া নিয়েও অনেকে সেই প্রসঙ্গই তুলেছেন। যদিও নবান্নের এক শীর্ষকর্তার কথায়, ‘‘শুধু সরস্বতী পুজো নয়, যে উৎসবই শনি বা রবিবার পড়েছে, সেখানেই বাড়তি ছুটি দেওয়া হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন