প্রতিবন্ধী সমাবেশে আমন্ত্রিত রাজ্যপাল

ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশে রাজ্যপাল জগদীপ ধনখড়কে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানাল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৯ ০৪:২০
Share:

—ফাইল চিত্র।

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আগামী ৩ ডিসেম্বরে ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশে রাজ্যপাল জগদীপ ধনখড়কে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানাল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী। ওই সংগঠন প্রতি বছরই ওই দিনটি পালন করে। সংগঠনের রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ওই সংগঠনের একটি প্রতিনিধিদল মঙ্গলবার রাজভবনে গিয়ে রাজ্যপালকে এ বারের সমাবেশে প্রধান অতিথি হিসাবে আসার অনুরোধ জানায়। রাজ্যপাল তাঁদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। প্রতিবন্ধী আইন সর্বত্র কার্যকর হয়নি বলেও ওই সংগঠনের তরফে রাজ্যপালকে জানানো হয়। রাজ্যপাল কান্তিবাবুদের জানান, তিনি এ বিষয়ে অবগত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement