মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। —ফাইল চিত্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, গোটা দেশে শুধু পশ্চিমবঙ্গেই কেন এসআইআর-এর কাজে ভোটার তালিকা পর্যবেক্ষক(রোল-অবজ়ার্ভার), তাঁদের সঙ্গে পর্যবেক্ষক (মাইক্রো-অবজ়ার্ভার) নিয়োগ করা হচ্ছে! আজ নির্বাচন কমিশনে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত উপ-নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সওয়াল করলেন, সংবিধান প্রদত্ত ক্ষমতাবলেই নির্বাচন কমিশন ভোটার তালিকা পর্যবেক্ষক নিয়োগ করতে পারে।
বিভিন্ন দেশের নির্বাচন পরিচালনা সংস্থাগুলির আন্তর্জাতিক মঞ্চ ও নির্বাচন কমিশনের আয়োজনে দিল্লিতে গণতন্ত্র ও নির্বাচন পরিচালনা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন চলছে। সেখানে আজ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইসিআইনেট-এর নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছেন। যাতে নির্বাচন সংক্রান্ত সমস্ত ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এক জায়গায় নিয়ে আসা হয়েছে। জ্ঞানেশ কুমার বলেন, সমস্ত ভুল তথ্যপ্রচারের পাল্টা হাতিয়ার ইসিআইনেট। এর পরে এক আলোচনায় জ্ঞানেশ ভারতী বলেন, সংবিধানের ৩২৪-তম অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইনে ভোটার তালিকা পর্যবেক্ষক নিয়োগ করা যায়। সাধারণত ডিভিশনাল কমিশনাররা তাঁদের এলাকার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পর্যবেক্ষক হিসেবে কাজ করেন। তার বাইরেও প্রবীণ আইএএস-দের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা যায়। যাতে তাঁরা জেলার ডিইও, ইআরও-দের কাজে সাহায্য করতে পারেন। এসআইআর-এর ক্ষেত্রে তাঁরা গণনাপত্র বিলি ও জমা, নোটিস জারি, ইআরও-দের প্রশিক্ষণ, বিএলও-দের নথি আপলোড করায় নজর রাখেন।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে