State News

বিয়ের আসর থেকে উদ্ধার নাবালিকা কনে

খুঁজতে বেরিয়ে বাবা জানতে পারেন, পাশের গ্রাম সোনাকানিয়ার এক যুবক বাজারেই অপেক্ষা করছিল তাঁর মেয়ের জন্য। তার সঙ্গেই মেয়ে চলে গিয়েছে। ছেলের বাড়িতে নাকি বিয়ের আয়োজনও সম্পূর্ণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাবরা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ১৭:৪৫
Share:

প্রতীকি চিত্র। — শাটারস্টক।

মেয়ে বাড়ি ফিরতে দেরি করায় দুশ্চিন্তায় পড়েছিলেন বাবা। রাস্তায় বেরিয়ে খোঁজখবর নিতেই মাথায় হাত। মেয়ে নাকি পাশের গ্রামে বিয়ে করতে চলে গিয়েছে!

Advertisement

ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধেয়। মেয়েটির বাড়ি উত্তর ২৪ পরগনার হাবরায়, পৃথিবা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলবেড়িয়া গ্রামে। বাবা পেশায় দিনমজুর। পরিবারের দাবি, বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল নবম শ্রেণির ছাত্রী, বছর পনেরোর ওই মেয়ে। খুঁজতে বেরিয়ে বাবা জানতে পারেন, পাশের গ্রাম সোনাকানিয়ার এক যুবক বাজারেই অপেক্ষা করছিল তাঁর মেয়ের জন্য। তার সঙ্গেই মেয়ে চলে গিয়েছে। ছেলের বাড়িতে নাকি বিয়ের আয়োজনও সম্পূর্ণ।

দেরি না করে, মেয়েটির বাবা সোজা চলে যান হাবরা থানায়। নাবালিকাকে বিয়ে করার অভিযোগের কথা শুনে, সোনাকানিয়া গ্রামে যুবকটির বাড়িতে যায় পুলিশ। সঙ্গে ছিলেন শিশু কল্যাণ কর্মীরাও।

Advertisement

বিয়ের তোরজোর চলাকালীনই উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। পুলিশ সূত্রে খবর, মেয়েটি সম্পর্কের কথা স্বীকার করেছে। কিন্তু একই সঙ্গে দাবি, বিয়ের বিষয়ে তার কিছুই জানা ছিল না।

আরও পড়ুন, পাশ-ফেল নিয়ে জোর তরজা বাম, এসইউসির

আরও পড়ুন, গৃহশিক্ষকতা বন্ধে এগিয়ে আসছে স্কুলই

ছেলেটির পরিবারের বলে, আঠারো বছরের আগে বিয়ে যে আইনত দণ্ডনীয়, তা তাঁদের জানাই ছিল না। আইন না জানার ফলেই এমন ঘটনা। মেয়েটিকে পুলিশের হাতে তুলে দেন তাঁরা। মুচলেখা দিয়ে জানিয়ে দেওয়া হয়, আঠারোর বছরের আগে মেয়েটিকে বিয়ের কোনও রকম চেষ্টাই আর করবে না ছেলেটি।

রাতেই মেয়েটি ফিরে যায় তার বাড়িতে। পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ না আসায়, কাউকেই গ্রেফতার করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন