Mamata Banerjee

বাংলার ৫২ জনের সম্পর্কে তথ্য চেয়ে পাঠিয়েছে হরিয়ানা, জানিয়ে মমতার তোপ: বাঙালি বিরোধী ষড়যন্ত্রেরই অংশ

মমতা জানান, হরিয়ানা সরকারও বাংলার ৫২ জন শ্রমিকের তালিকা-সহ চিঠি পাঠিয়েছে। সেখানে তাঁদের বাংলাদেশি হিসাবে সন্দেহ করা হয়েছে বলে জানান তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৯:০২
Share:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

হরিয়ানা এবং অসম থেকে এ রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে। সঙ্গে সব মিলিয়ে ৫৩ জন সন্দেহভাজনের নাম। ওই ব্যক্তিদের বাংলাদেশি সন্দেহ করে তাঁদের সম্পর্কে তথ্য চেয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকটি জেলার নাম উল্লেখ করে মমতার প্রশ্ন, ‘‘এরা কী চাইছে? এ ভাবে বাংলাকে দখল করবে?’’ তবে মমতার আশ্বাস, ‘‘ভয় পাবেন না। সরকার নিজেদের মতো কাজ করছে।’’ অনেকের মতে, একুশে জুলাইয়ের সমাবেশের পরের দিন থেকেই ‘ভাষা সন্ত্রাস’ নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে ঝাঁজ বাড়ালেন মমতা।

Advertisement

সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীর নেতৃত্বে রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে ‘অবৈধ অনুপ্রবেশকারীদের’ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন এ রাজ্যের বিজেপির বিধায়কেরা। বিহারের উদাহরণ টেনে তাঁরা জানিয়েছিলেন, সেখানকার মতো বাংলাতেও ‘অবৈধ’ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। তার পরে বার বার বাংলার শাসক দল তৃণমূল এবং মমতা দাবি করেছেন, বিজেপি বাংলাভাষীদের উপর আক্রমণ করছে! একুশের মঞ্চ থেকেও একই বার্তা দেন তৃণমূলের সর্বময়নেত্রী। ঠিক তার পরের দিন, মঙ্গলবার নবান্ন থেকে অসম এবং হরিয়ানা সরকারের পাঠানো দু’টি চিঠি প্রকাশ্যে এনে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘এটা কি জোর করে পশ্চিমবঙ্গকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা চলছে?’’

মমতার দাবি, প্রথম চিঠিটি পাঠানো হয়েছে অসম সরকারের তরফে। অসমিয়া ভাষায় লেখা সেই চিঠি দেওয়া হয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটার এক বাসিন্দাকে। চিঠিতে অভিযোগ করা হয়েছে, বৈধ নথি ছাড়াই নাকি তিনি ১৯৭১ সালের মার্চ মাসে অবৈধ ভাবে অসমে প্রবেশ করেছেন। সেই চিঠি দেখিয়ে মমতা প্রশ্ন তোলেন, বাংলার ব্যাপারে কী ভাবে অসম হস্তক্ষেপ করে? এটা শুধু অসাংবিধানিক নয় অনৈতিকও। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আমরা ডাবল ইঞ্জিন বিজেপি সরকারকে বলব নিজের চরকায় তেল দিন। আপনারা যদি মনে করেন এ ভাবে দেশ চালাবেন, তবে দেশ বিভক্ত হয়ে যাবে।’’

Advertisement

শুধু অসম নয়, মমতা দাবি করেন হরিয়ানা সরকারও বাংলার ৫২ জন শ্রমিকের তালিকা-সহ চিঠি পাঠিয়েছে। তাঁদের বাংলাদেশি হিসাবে সন্দেহে করে চিঠি পাঠানো হয়েছে বলে জানান বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এ বার জেলা ধরে ধরে ‘আক্রমণ’ করা হচ্ছে। কোন কোন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারকে শ্রমিকদের তালিকা-সহ চিঠি পাঠানো হয়েছে, তা-ও জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ, কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনা-সহ বেশ কিছু জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারকে চিঠি পাঠিয়েছে হরিয়ানা সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুসারে উল্লেখিত ব্যক্তিদের নাম যাচাই করে তাঁদের সম্পর্কে তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে, এমনই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

এই চিঠির কথা জানিয়ে মমতা বলেন, ‘‘ওরা (বিজেপি) কী চাইছে, বাংলা দখল করতে? এখানে কি ভাষা সন্ত্রাস চলছে? এ বার জেলা বেছে বেছে মানুষদের সঙ্কটে ফেলার চেষ্টা চলছে।’’ শেষে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, ‘‘কেউ ভয় পাবেন না। আমরা আমাদের কাজ আমাদের মতো ঠিক করব। এই সব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে মহারাষ্ট্র ও দিল্লির মতো বাংলাও জিতব, এ সব ভেবে বিজেপি ভুল করছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement