Higher Secondary Education Council

তৃতীয় সিমেস্টার বিধি

পরীক্ষা শুরু হবে ৮ সেপ্টেম্বর। শেষ হবে ২২ সেপ্টেম্বর। শুরু হবে সকাল ১০টায়। চলবে ১১টা ১৫ পর্যন্ত। পরীক্ষার রুটিন আগেই দিয়েছে সংসদ। বিধিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড কাউন্সিলের পোর্টাল থেকে শুধুমাত্র অনলাইনেই ডাউনলোড করা যাবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ০৬:২৭
Share:

—প্রতীকী চিত্র।

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের পরীক্ষার বিধি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বার নতুন নিয়মে এক জন পরীক্ষার্থীর তৃতীয় ও চতুর্থ সিমেস্টারের ফল মিলিয়ে উচ্চ মাধ্যমিকের সামগ্রিক মূল্যায়ন হবে।

পরীক্ষা শুরু হবে ৮ সেপ্টেম্বর। শেষ হবে ২২ সেপ্টেম্বর। শুরু হবে সকাল ১০টায়। চলবে ১১টা ১৫ পর্যন্ত। পরীক্ষার রুটিন আগেই দিয়েছে সংসদ। বিধিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড কাউন্সিলের পোর্টাল থেকে শুধুমাত্র অনলাইনেই ডাউনলোড করা যাবে। নীল ও কালো কালির বল পয়েন্ট পেনে লেখা যাবে। জেল বা কালির কলমে লেখা যাবে না। পরীক্ষার হলে মোবাইল এবং সব ধরনের বৈদ্যুতিন যন্ত্র নিষিদ্ধ। ধরা পড়লে সব পরীক্ষা বাতিল। পরীক্ষার্থীর অসদাচরণেও সব পরীক্ষা বাতিল হতে পারে। কোনও পরীক্ষার্থী প্রথম দিন অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেলে পরের পরীক্ষার দিন তা আনতেই হবে। পরের দিনও ভুলে গেলে পরীক্ষা বাতিল বলে ধরা হবে। সকাল ৯টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়তে হবে। ওএমআর শিটে যেখানে নির্দিষ্ট জায়গায় উত্তর লেখার কথা, সেই অংশ বাদে অন্য কোথাও কিছু লেখা যাবে না। ভাঁজ করা, ছেঁড়া ওএমআর শিট বাতিল বলে ধরা হবে। ভরা বর্ষায় পরীক্ষা। তাই পরীক্ষা কেন্দ্রগুলিকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কোনও পরীক্ষার্থী বৃষ্টির জন্য কেন্দ্রে পৌঁছতে না পারলে নিকটবর্তী পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে। ওএমআর শিটের উত্তরপত্র পরীক্ষা কেন্দ্র থেকে প্যাকেট করে ট্রেনে পাঠানো যাবে না। উত্তরপত্র যেখানে সংরক্ষিত থাকবে, সেখান থেকে আগে নিকটবর্তী ক্যাম্প অফিসে ভাড়া করা গাড়িতে তা পাঠাতে হবে। ক্যাম্প অফিস থেকে কাউন্সিল উত্তরপত্র সংগ্রহ করবে। একমাত্র স্থায়ী শিক্ষকেরাই পরীক্ষার হলে গার্ড দেবেন। ওএমআর শিট পূরণ করার সময়ে কিছু ভুল লিখলে সে নতুন শিট নেওয়া যাবে। পরীক্ষা শেষের আগে বেরোনো বা পরীক্ষা চলাকালীন শৌচালয়েও যাওয়া যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন