খলনায়ক আবহাওয়া, অপেক্ষা ইলিশের

এক দিকে বাংলাদেশে তৈরি হওয়া নিম্নচাপ অন্যদিকে, ভরা পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ— এই দুইয়ের প্রভাবে সমুদ্র উত্তাল হবেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। তাই ফের সর্তকতা জারি করল আবহাওয়া দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দিঘা শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৮ ০৮:১০
Share:

অপেক্ষায়: সার দিয়ে দাঁড়িয়ে ট্রলার। নিজস্ব চিত্র

পুবালি বাতাস আর ঝিরঝিরে বৃষ্টিতে সম্প্রতি বেশি পরিমাণে উঠতে শুরু করেছিল ইলিশ। কিন্তু বর্তমানে সেই ছবিটা বদলাতে চলেছে। সৌজন্য, গভীর নিম্নচাপ।

Advertisement

এক দিকে বাংলাদেশে তৈরি হওয়া নিম্নচাপ অন্যদিকে, ভরা পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ— এই দুইয়ের প্রভাবে সমুদ্র উত্তাল হবেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। তাই ফের সর্তকতা জারি করল আবহাওয়া দফতর। মৎস্য দফতরের-সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) রামকৃষ্ণ সর্দার বলেন, “২৮ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’’ মৎস্য দফতরের বক্তব্য, আবহাওয়ার উপর কারও হাত নেই। কাজেই তা মেনে নিতে হবে।

তাই এখন কার্যত ঘাটেই বসে মৎস্যজীবীরা। দিঘা, শঙ্করপুর, শৌলা ও পেটুয়াঘাট মৎস্যবন্দরে এখন সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে বহু ট্রলার। দেখলে মনে হবে যেন ট্রলারের ধর্মঘট চলছে। আবার অনেক ট্রলার সমুদ্রের মাঝপথ থেকে ফিরে আসছেন।

Advertisement

মৎস্যজীবীরা জানাচ্ছেন, প্রতিকূল আবহাওয়ার জন্য গত ১৯ জুলাই থেকে তাঁদের এই অবস্থা। মৎস্যজীবীদের আক্ষেপ, হাতের নাগালে থেকেও এখন ইলিশ তাঁদের কাছে অধরা। ‘দিঘা ফিসারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনে’র সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, ‘‘ইলিশের উপযোগী আবহাওয়া থাকলেও মৎস্যজীবীরা সমুদ্রে ইলিশ ধরতে যেতে পারছেন না। নিষেধাজ্ঞা উঠলেই ফের মিলবে ইলিশ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন